• বধূকে ধর্ষণ, মারধর ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালা
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • গৃহবধূকে ধর্ষণ, মারধর এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। গত ১৭ অগস্ট ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, ধৃত বাড়িওয়ালার নাম অশোক শাহ। তারই বাড়িতে স্বামী ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন অভিযোগকারিণী বধূ। তাঁর স্বামী পেশায় ট্রাকচালক। কাজের সূত্রে প্রায় বাইরে থাকতে হয় তাঁকে।

    পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই বধূ জানিয়েছেন, বাড়ির মালিক অশোক প্রায়ই তাঁকে লক্ষ্য করে কটূক্তি করত। ঝামেলা বাড়াতে চাননি বলেই ওই বধূ প্রথমে তাতে আমল দেননি। গত ১৭ অগস্ট সকালে ওই বধূ বাড়ির ছাদে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে অশোক ছাদের উপরেই প্রথমে তাঁর হাত ধরে টানাটানি করে। বধূর চিৎকার শুনে প্রতিবেশী এক ব্যক্তি ফোনে ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। অভিযোগ, এর পরে বধূকে জোর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অশোক। আরও অভিযোগ, বধূ চিৎকার করায় অশোক ও তার স্ত্রী তাঁকে মারধর করে। এমনকি, বধূর পরনের পোশাক খুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। ঘটনার কথা কাউকে জানালে বধূ ও তাঁর সন্তানকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়।

    ঘটনার পরে আতঙ্কিত ওই বধূ সন্তানকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান। স্বামী বাড়িতে ফিরলে গোটা ঘটনার কথা তাঁকে জানান তিনি। এর পরে ২২ অগস্ট মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্ত বাড়ির মালিক অশোককে গ্রেফতার করে পুলিশ। আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
  • Link to this news (আনন্দবাজার)