• শারদোৎসবের আগে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নির্দেশিকা কলকাতা পুরসভার,পরিদর্শনে যাবেন ডেপুটি মেয়র
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • শারদোৎসবের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। শহরের সব দুর্গাপুজো কমিটির জন্য এই নির্দেশিকা পাঠানো হয়েছে। পুরসভার নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পুজো মণ্ডপ নির্মাণের সময় বিশেষ নজরদারি রাখতে হবে। মণ্ডপের আশপাশের এলাকা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোথাও জল জমে না থাকে। জল জমলে ডেঙ্গি বাহক মশার বংশবৃদ্ধি হতে পারে। তাই মণ্ডপ এলাকায় জমে থাকা জল দ্রুত সরিয়ে ফেলতে হবে।

    বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, বাঁশের ডগা কেটে ফাঁপা অংশগুলি যেন জল জমে মশার প্রজননস্থল না হয়। সেই জন্য কাটা অংশ বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে অথবা কাপড় দিয়ে শক্ত ভাবে বেঁধে দিতে হবে। এ বিষয়ে ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “এই নির্দেশিকা সমস্ত কাউন্সিলর এবং বরো ভেক্টর কন্ট্রোল অফিসারদের পাঠানো হয়েছে। প্রত্যেক কাউন্সিলরকে তাঁদের ওয়ার্ডের পুজো মণ্ডপগুলিতে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “মঙ্গলবার ৩ নম্বর ওয়ার্ডের গুরুদ্বারের পুজো দিয়ে পরিদর্শন শুরু হবে। এরপর টালা প্রত্যয়-সহ একাধিক বড় মণ্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।”

    পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশিকার মূল লক্ষ্য হল শারদোৎসবের সময় ডেঙ্গির প্রকোপ যাতে না বাড়ে। তাই মণ্ডপ কমিটিগুলিকে সতর্ক থাকতে এবং নিয়মিত মশা প্রতিরোধে ব্যবস্থা নিতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)