• আইনজীবী-নিগ্রহের তদন্তে গোয়েন্দা বিভাগ
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • পুলিশের বিরুদ্ধে এক আইনজীবী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠায় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নজরদারিতে ঘটনার তদন্ত হবে। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। সে দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে গোয়েন্দা বিভাগ।

    এ দিন আক্রান্ত আইনজীবীর চিকিৎসা সংক্রান্ত নথি আদালতে পেশ করেন তাঁর পরিবারের আইনজীবী। আক্রান্ত আইনজীবী মনুজেন্দ্রনারায়ণ রায় এবং তাঁর ছেলের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী অভিযোগ করেন, অভিযুক্ত পুলিশ আধিকারিক সজোরে লাথি মারেন, যার ফলে ঊরুর হাড় (ফিমার বোন) ভেঙেছে মনুজেন্দ্রর। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লঘু ধারায় এফআইআর করা হয়েছে, দাবি অনিন্দ্যের। এই ঘটনার তদন্তে নজরদারি করুক খাস আদালত, আর্জি জানান আইনজীবী।

    এ দিন রিপোর্ট দিয়ে রাজ্যের আইনজীবী জানান, আদালতের নির্দেশ পালন করা হয়েছে। ঘটনার তদন্তভার স্থানীয় থানার থেকে গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। তাঁর দাবি, এই ঘটনায় উভয় পক্ষের লোক আহত হন। পুলিশ আধিকারিককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গত শুক্রবার হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যেরা কর্মবিরতি করলেও এ দিন তাঁরা কাজে ফেরেন বলে খবর।
  • Link to this news (আনন্দবাজার)