• নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মিনিবাসের, আহত তিন
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • ফুটপাতে উঠে গিয়েছে একটি মিনিবাস এবং গাড়ি। মিনিবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির পিছনের অংশও। গাড়ির পিছনের চাকা উঠে গিয়েছে মিনিবাসের দরজার সিঁড়িতে। সোমবার নারকেলডাঙা থানা এলাকার বাগমারিতে বেপরোয়া গতিতে চলা ওই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি অ্যাপ ক্যাব-সহ পাঁচটি গাড়ি এবং একটি মোটরবাইকে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। ধাক্কার অভিঘাতে একটি গাড়িও উঠে যায় ফুটপাতে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় এক মহিলা-সহ অ্যাপ-ক্যাব এবং গাড়ির দুই যাত্রী জখম হয়েছেন। জখম হয়েছেন বাইকচালকও। ক্যাব এবং গাড়ির জখম যাত্রীদের নাম রিমা সাহা ও রঞ্জিত রায়। তাঁদের বাড়ি যথাক্রমে ব্যারাকপুর এবং মুচিপাড়ায়। জখম বাইকচালকের নাম আকাশ শুক্ল। তিনি কলকাতার বাসিন্দা। জখম তিন জনকে মানিকতলা ই এস আই হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বি বা দী বাগ-বাগুইআটি রুটের ওই মিনিবাসটি মানিকতলা থেকে কাঁকুড়গাছির দিকে যাচ্ছিল। মানিকতলা সেতুর নীচে, বাগমারি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পর পর গাড়িগুলিকে ধাক্কা মারে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মিনিবাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িকে ধাক্কা মারে।’’ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মিনিবাসের ব্রেক ফেল করেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, পরীক্ষা করার পরেই এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ফুটপাতে উঠে পড়া মিনিবাসের দরজার সিঁড়িতে গাড়ির চাকা উঠে যাওয়ায় প্রাথমিক ভাবে মিনিবাসের যাত্রীরা নামতে পারছিলেন না।স্থানীয় লোকজন এবং পুলিশ তাঁদের বাস থেকে নামতে সাহায্য করে। তবে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান মিনিবাসের চালক। পুলিশ মিনিবাস-সহ অন্য গাড়িগুলি হেফাজতে নিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)