• আজ কি শহরে বৃষ্টি হবে? জানুন আজকের আবহাওয়া আপডেট
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • কলকাতা: টানা কয়েক দিনের বৃষ্টির পর্ব কাটিয়ে গতকাল কলকাতার আকাশ ছিল রোদ ঝলমলে। শহরের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও তা আক্ষরিক অর্থেই ছিল ছিটেফোঁটা। আজ, মঙ্গলবার শহরের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে কিছু কিছু এলাকায় দুপুর অথবা সন্ধ্যার পরে হাল্কা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সকাল সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ০০১.০ মিলিমিটার।
  • Link to this news (বর্তমান)