• নেই কোনও বাঙালি ফুটবলার, কাফা কাপের জন্য ভারতীয় দল ঘোষণা খালিদের
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
  • প্রসূন বিশ্বাস: আসন্ন কাফা নেশনস কাপের জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। ২৯ আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে কাফা কাপের অভিযান শুরু করবে ভারত। প্রথমবার কোচ হিসাবে ব্লু টাইগারদের ডাগআউটে বসতে চলেছেন খালিদ জামিল। তার আগে তিনি যে ২৩ সদস্যের দল ঘোষণা করলেন, তাতে কোনও বাঙালি ফুটবলার নেই।

    প্রাথমিক স্কোয়াডে একমাত্র বাঙালি হিসাবে ছিলেন রহিম আলি ছিলেন। তিনিও বাদ পড়েছেন। সম্প্রতি ভারতীয় ফুটবল দলে বাঙালিদের প্রায় দেখাই যায় না বলে সুর চড়িয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাস্তবে সেটাই দেখা গেল।

    দলে ডাক পাওয়া তিনজন গোলরক্ষকের মধ্যে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং হৃতিক তিওয়ারি। দলে জায়গা পেয়েছেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি। দলে ফিরেছেন সন্দেশ ঝিংগান। ডিফেন্ডার হিসাবে রয়েছেন রাহুল ভেকে, নওরেম রোশন সিং, ভালপুইয়া, মহম্মদ উভাইস।

    ফরওয়ার্ড হিসাবে দলে ফিরেছেন যেখানে জিথিন এমএস, ইরফান ইদওয়াদের মতো খেলোয়াড়রাও। নতুন কোচ খালিদ জামিলের অধীনে বেঙ্গালুরুর ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পরও রহিম আলিকে যেমন নেওয়া হয়নি, তেমনই বাদ পড়েছেন রাহুল কান্নোলি প্রবীণ এবং সুনীল বেঞ্চামিনও। দীর্ঘদিন পর ভারতীয় দলে মোহনবাগানের কোনও ফুটবলারকে দেখা যাবে না। এসিএল-২-এ খেলার জন্য জাতীয় শিবিরে কোনও ফুটবলারকে ছাড়েনি সবুজ-মেরুন। প্রাথমিক শিবিরে যে সাত মোহনবাগান ফুটবলার ডাক পেয়েছিলেন, তাঁরা হলেন – অনিরুধ থাপা, দীপক টাংরি, রালতে, মনবীর সিং, সাহল আবদুল সামাদ এবং বিশাল কাইথ।

    উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে ২০২৫ সালের কাফা নেশনস কাপের আয়োজন করছে। তাজিকিস্তান ম্যাচের পর ১ সেপ্টেম্বর ইরান এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দু’টি গ্রুপের প্রথম দু’টি টিম প্লে অফে যাবে। ইরান গতবারের চ্যাম্পিয়ন দল। যাদের বর্তমান র‍্যাঙ্কিং ২০। তাজিকিস্তানের র‍্যাঙ্কিং ১০৬। অন্যদিকে আফগানিস্তান (১৬১) র‍্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) থেকে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আফগানদের কাছেও হারতে হয়েছে। ফলে কাফা কাপে যথেষ্ট শক্ত গ্রুপেই রয়েছে ভারত। অন্য গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।

    ভারতীয় দল

    গোলরক্ষক
    গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং,হৃতিক তিওয়ারি

    ফরওয়ার্ড
    ইরফান ইদওয়াদ, মনবীর সিং, জিতিন এমএস, ছাংতে, বিক্রম প্রতাপ সিং

    ডিফেন্ডার
    রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, চিংলেনসানা সিং ভালপুইয়া, মহম্মদ উভাইস

    মিডফিল্ডার
    নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, নওরেম মহেশ সিং
  • Link to this news (প্রতিদিন)