অনবদ্য ফাজিলা, জয় দিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু ইস্টবেঙ্গলের
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
ইস্টবেঙ্গল: ১ (ফাজিলা)
নমপেন: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কম্বোডিয়ার নম পেনে ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে দিল মশাল গার্লসরা। ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোল ফাজিলার।
এদিন শুরু থেকেই সঙ্গীতা বাসফোর, শিল্কি দেবীরা কিছুটা সাবধানী ফুটবল খেলতে থাকেন। রক্ষণ মজবুত রেখে প্রতিপক্ষকে বুঝে নিয়ে আক্রমণে উঠতে দেখা যায় অ্যান্থনি অ্যান্ড্রুজের ইস্টবেঙ্গলকে। বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছলেও গোল করতে ব্যর্থ হয় লাল-হলুদ। ৪২ মিনিটে ইস্টবেঙ্গলের ফাজিলা ইকওয়াপুট গোল করলেও তা বাতিল হয়। প্রথমার্ধে স্কোর লাইন থাকে ০-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল দু’টি সুযোগ পায়। প্রথমে, ডান দিক থেকে ফজিলার ক্রস থেকে সুযোগ তৈরি হয়েছিল। এর ঠিক এক মিনিট পরে সুলাঞ্জনা রাউল বক্সের ভেতর শট নিলেও তা থেকে গোল হয়নি। তবে এই সময় দুই দলই বেশ প্রাণবন্ত ফুটবল খেলছিল। নমপেন ক্রাউনও ইস্টবেঙ্গল বক্সে আক্রমণ শানাচ্ছিল। ৫২ মিনিটে মাঝমাঠ থেকে লব করা একটি বল নিয়ে ফাজিলা ক্রাউন গোলরক্ষকের কাছে পৌঁছনোর চেষ্টা করেন। যদিও গোল হয়নি। ৫৮ মিনিটে দূর থেকে প্রথমবারের মতো সঙ্গীতা বাসফোর শট নিলেও গোল হয়নি।
ইস্টবেঙ্গল এই সময় মুহুর্মুহু আক্রমণ শানালেও গোল আসছিল না। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ৭০ মিনিটে। নমপেন ক্রাউনের রক্ষণভাগ ভেঙে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। গোলের পর উজ্জীবিত ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে নমপেন ক্রাউনের অধিনায়ক কিম চ্যানথেট চোট পান। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। শেষমেশ আর কোনও গোল না হওয়ায় ম্যাচ জিতে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের মেয়েরা। ৩১ আগস্ট একই ভেন্যুতে অপর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হংকংয়ের কিচি এফসি।