নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুই শতাধিক বছরের প্রাচীন শ্যামনগর মূলাজোড় ব্রহ্মময়ী কালীবাড়ি। রাজার আমল থেকেই শ্যামনগর মুলাজোড় কালীবাড়ি ট্রাস্ট মন্দির চত্বরের একটি বিস্তীর্ণ অঞ্চলের মালিক। মন্দির সংলগ্ন ওই মাঠে রোজ সকালে এলাকার বাসিন্দারা খেলাধুলা করেন, প্রাতঃভ্রমণও করেন। এমনকী লাফিং ক্লাবও চলে। রয়েছে একটি ক্রিকেট অ্যাকাডেমি। কিন্তু মন্দির সংলগ্ন সেই মাঠই বিক্রির চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে রাতারাতি কেউ বা কারা এই মাঠে মাপঝোপ করছে। মাঠটিকে রাতারাতি বিক্রি করে দেওয়ার মতলব থাকতে পারে এর পিছনে। এই উদ্যোগের বিরুদ্ধেই বিক্ষোভ কর্মসূচি করলেন শ্যামনগর এলাকার বাসিন্দারা। রবিবার শ্যামনগর নাগরিক মঞ্চের নামে এলাকার বাসিন্দারা জমায়েত হন। তাঁরা স্লোগান তোলেন, হাতে হাত রেখে পোস্টার নিয়ে মিছিল করেন। মিছিলে বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। তবে অভিযোগ একেবারে উড়িয়ে দিয়ে
মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় বলেন, আমিও ঘটনাটি শুনেছি। কিন্তু মাঠটি বিক্রির কোনও কথাই হতে পারে না। কারণ দীর্ঘকাল ধরে সেটি মন্দিরের সম্পত্তি। আসলে ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে করের বিল পাঠানো হয়েছে। আমরাও কর দিতে চাই। তার আগে জমিটা মেপে দিতে বলেছি মাত্র। তাই সেই জমি মাপা হয়েছে। এর সঙ্গে বিক্রির কোনও সম্পর্ক নেই। অযথা কেউ কেউ এনিয়ে উস্কানি দিচ্ছেন, লোক খেপিয়ে মিছিল করছেন।