• ভিনরাজ্যে যেতে ভয়, নিরাপত্তা চেয়ে মোদি-শাহকে চিঠি বাংলার ঢাকিদের
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে উত্তর ২৪ পরগনার হাবড়ার এক ব্যক্তিকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। এর জেরে মৃত্যু হয় তাঁর। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে ঢাক বাজাতে যাওয়া নিয়ে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলার ঢাকিরা। তাঁরা সুরক্ষা চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। দিনকয়েকের মধ্যে নিরাপত্তার আর্জি জানিয়ে লিখিতভাবে আবেদন জানাবেন হাবড়া, গোবরডাঙা সহ এই জেলার বিস্তীর্ণ এলাকার ঢাকিরা। ট্রেনে যাতায়াত থেকে বাংলায় ফিরে আসা পর্যন্ত কোথাও যাতে আক্রমণের মুখে পড়তে না হয় সে বিষয়ে আবেদন জানাতে চলেছেন ঢাকিরা। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ঢাকিরা মহড়ায় ব্যস্ত। অন্যান্যবার এরকম অশান্ত পরিস্থিতি থাকে না। এবার তৈরি হয়েছে নয়া আতঙ্ক। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশের বাসিন্দা সন্দেহে আটক ও নির্যাতন চলছে। ফলে পুজোয় ঢাক বাজাতে ভিন রাজ্যে যাওয়া নিয়ে আতঙ্ক বেড়েছে অশোকনগর, গোবরডাঙা, বনগাঁ, বসিরহাটের ঢাকিদের। আতঙ্ক বেশি দেখা দিয়েছে মহিলা ঢাকিদের মধ্যে। দিল্লি, মুম্বই, অসম থেকে বায়না বাংলায় আসে। সে সব জায়গায় অনুষ্ঠান করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন জানিয়ে তবে উঠবেন ট্রেনে বলে জানিয়েছেন ঢাকিরা। অশোকনগরের মালতি বিশ্বাস ও দীপালি বাড়ুই নামে দুই ঢাকি বলেন, ‘আমরা আতঙ্কিত। চিন্তা হচ্ছে। আমরা তাই কেন্দ্রের কাছে লিখিত আবেদন জানাব।’ সজল নন্দী নামে এক ঢাকির বক্তব্য, ‘ভিন রাজ্যে ঢাক বাজাতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে জানাব। কতজন যাবেন তা বিস্তারিত জানিয়ে তবে উঠব ট্রেনে। নিরাপত্তার সুনিশ্চিত করার দাবি আমাদের।’  

    অন্য঩দিকে মুম্বইতে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর চরম নির্যাতনের ঘটনা। বাংলায় কথা বলার অপরাধে ওই ব্যক্তিকে আটকে রেখে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোলাম মণ্ডল(৫২)। তিনি হাবড়া থানার পৃথীবা পঞ্চায়েতের আনোয়ারবেড়িয়া এলাকায় থাকতেন।   ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)