• প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হল
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা ‘পাবডেট’-এর ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড। তবে কাউন্সেলিংয়ের দিনক্ষণ এদিন জানানো হয়নি। আজ, মঙ্গলবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, মোট ৫,২৬২ জন প্রার্থী এই পরীক্ষায় অংশে নিয়েছিলেন। এঁদের মধ্যে ৯২ জন ভিন রাজ্যের। ৩,৪০৬ জন ছাত্রী এবং ১,৮৫৬ জন ছাত্র পরীক্ষায় বসেন। ছাত্রীদের সাফল্যের হার ৯৯.৫৩ শতাংশ। ছাত্রদের মধ্যে সফল হয়েছেন ৯৮.৮১ শতাংশ। ছাত্রীরা যেভাবে ছাত্রদের অনেকটাই পিছনে ফেলেছেন, তেমনই অন্য বোর্ডের ছাত্রছাত্রীরা পিছনে ফেলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়াদের। সংসদ থেকে সফল হয়েছেন ৯৮.৭৬ শতাংশ। আর অন্যান্য বোর্ডের সাফল্যের হার ৯৯.৬৬ শতাংশ। সার্বিকভাবে সাফল্যের হার ৯৯.১৭ শতাংশ। ওবিসি ক্যাটিগরি বাদ দিয়ে আসন রয়েছে ৬০৯টি। ওবিসি আসনের সংখ্যা এদিন উল্লেখ করেনি জয়েন্ট বোর্ড। অন্যদিকে দেরির কারণে স্নাতক উত্তরের প্রবেশিকা পামডেট আর হচ্ছে না। এটিও জয়েন্ট বোর্ড নিয়ে থাকে। প্রবেশিকার পরিবর্তে স্নাতক এবং দ্বাদশের ফলের ভিত্তিতেই পড়ুয়া ভর্তি নেয়া হবে স্নাতকোত্তরে।
  • Link to this news (বর্তমান)