মহিলা প্রাতর্ভ্রমণকারীর সোনার হার ছিনতাইয়ের ঘটনায় ধৃত ১, নারায়ণপুর কাণ্ডে এখনও অধরা ২ অভিযুক্ত
বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাতসকালে নারায়ণপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পড়েছিলেন এক মহিলা। তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে বাইকে করে চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতী। ওই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। তবে, বাকি দু’জন এখনও অধরা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আবদুল ইমান। কলকাতার ট্যাংরায় তার বাড়ি। ছিনতাইয়ের পর যে বাইক নিয়ে তারা চম্পট দিয়েছিল, সেটি আবদুলের। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ১৭ আগস্ট। ওই মহিলা নারায়ণপুরের জগারডাঙা এলাকায় প্রাতর্ভ্রমণ করছিলেন। ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ তাঁর গলা থেকে হার ছিনতাই হয়। ওই মহিলা পুলিসকে জানিয়েছিলেন, তিনি যখন বারো রাস্তার মোড় থেকে জগারডাঙার দিকে যাচ্ছিলেন, তখন একটি বাইকে দু’জন এসে তাঁর পাশে দাঁড়ায়। পাশেই দাঁড়িয়েছিল একটি লরি। তার পাশ থেকে একজন এসে আচমকা তাঁর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এরপর বাইকে থাকা দু’জন ওই যুবককে বাইকে তুলে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া হারের ওজন প্রায় ১৫ গ্রাম। যে যুবক তাঁর হার ছিনতাই করেছিল, পুলিসের কাছে তার বর্ণনা দিয়েছিলেন তরুণী। এমনকী, সে কী রঙের টি-শার্ট পরে এসেছিল, তাও পুলিসকে জানিয়েছিলেন। ওইদিনই তিনি নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস।
পুলিস জানিয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাইকটিকে শনাক্ত করা হয়। তারপরই অভিযুক্ত আবদুলকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে বাকি দু’জনের খোঁজ চলছে। সেইসঙ্গে ছিনতাই হওয়া সোনার হারটিও উদ্ধার করার চেষ্টা চলছে।