• ভাড়াটিয়া বধূকে ধর্ষণ, ধৃত গৃহকর্তা
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলা থানার চকমির সর্দারপাড়ার লোকনাথপল্লির এক বাড়ির বাসিন্দা ভাড়াটিয়া এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়ির গৃহকর্তার বিরুদ্ধে। অভিযোগ, বিষয়টি পাঁচকান করলে ওই বধূকে খুনের হুমকিও দেন গৃহকর্তা অশোক শা। ভাড়াটিয়া বধূর বাড়ির বাইরে বেরনোর উপরও নজরদারি শুরু করেন। যদিও নির্যাতিতার স্বামী বিষয়টি জানার পর প্রতিবাদ করেন। পাশাপাশি ওই ঘটনাটি পড়শি একজন দেখে রেকর্ড করেছিলেন। তিনিও এসে গৃহকর্তাকে চেপে ধরেন। এরপর ঘাবড়ে গিয়ে বিষয়টি মিটমাট করার কথা বলেন বাড়ির গৃহকর্তা। এজন্য টাকাও দিতে চান। কিন্তু তাতে রাজি না হওয়ায় গৃহকর্তা ও তাঁর স্ত্রীর কোপে পড়ে বাড়িছাড়া হন। শেষে রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের হয়। অনেক রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অশোক শাকে।
  • Link to this news (বর্তমান)