• মিনি বাসের ব্রেক ফেল, নিয়ন্ত্রণ হারিয়ে ৫টি গাড়িকে ধাক্কা, মানিকতলায় দুর্ঘটনা, জখম চার
    বর্তমান | ২৬ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকা বিকট শব্দ। একের পর এক গাড়িকে ধাক্কা মারছে মিনি বাস। সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে মানিকতলা ব্রিজের উপরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। একটি বাইকসহ পর পর পাঁচটি গাড়িতে ধাক্কা মারে মিনি বাসটি। তার জেরে জখম হন ৪ যাত্রী। আহতদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক বাসটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিস। 

    পুলিস সূত্রে খবর, মানিকতলা থানা এলাকার বাগমারি বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল ১১টা নাগাদ ব্রিজ থাকা নামার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় বিবাদী বাগ-বাগুইআটি রুটের একটি মিনি বাস। ব্রেক কষার চেষ্টা করেন চালক। কিন্তু, তখনই বাসের ব্রেক ফেল করে। ব্রিজের ঢালের জেরে বাসের গতি আরও বেড়ে যায়। ইমার্জেন্সি ব্রেক কষার চেষ্টা করেন চালক। ততক্ষণে সামনে এসে যায় একটি বাইক। সেটিকে বাঁচাতে গিয়েই পরপর পাঁচটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। সবকটি গাড়ির সামনের ও পিছনের অংশ ভেঙে তুবড়ে যায়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে দু’টি ব্যক্তিগত গাড়ি ও ৩টি অ্যাপ ক্যাব। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের একেবারে সামনেই ছিল একটি অ্যাপ ক্যাব। প্রথমে সেটির পিছনেই সজোরে ধাক্কা মারে মিনি বাস। ক্যাবের পিছনের আসনে ছিলেন রিমা সিনহা (৩৩) নামে এক মহিলা যাত্রী। বারাকপুরের বাসিন্দা তিনি। তাঁর মাথার পিছনের অংশ, কাঁধ ও হাতে আঘাত লাগে। সংঘর্ষের জেরে সেই অ্যাপ ক্যাব সামনের একটি প্রাইভেট গাড়ির ভিতরে ঢুকে যায়। তুবড়ে যায় সেই গাড়ির পিছনের অংশ। তার জেরে আহত হন গাড়ির যাত্রী ৭৫ বছরের বৃদ্ধ রঞ্জিত রায়। একইসঙ্গে দুর্ঘটনার জেরে জখম হয়েছেন বাইকচালক আকাশ শুক্লাও (২৩)। 

    বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বাস যাত্রীরা নিরাপদে নেমে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা ট্রাফিক গার্ড ও মানিকতলা থানার পুলিস। লালবাজার জানিয়েছে, জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। মিনি বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক। তাঁর খোঁজ চলছে। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)