আরজিকর ভাঙচুরে জড়়িয়েছিল নাম, ১৪ অগস্ট রাতের ঘটনায় জামিন পেলেন মীনাক্ষীসহ ৮ জন
হিন্দুস্তান টাইমস | ২৬ আগস্ট ২০২৫
গত বছর ১৪ অগস্ট রাতে আরজি কর ভাঙচুরের ঘটনায় শিয়ালদহ আদালত থেকে জামিন পেলেন সিপিএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায়সহ আট বাম নেতানেত্রীকে। কিছু দিন আগেই ওই ঘটনায় চার্জশিট পেশ করেছিল পুলিশ। আটজনের নামে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এই দিন আদালতে আত্মসমর্পণ করেন আটজনেই। আদালত সমস্ত মামলায় জামিন মঞ্জুর করে সকলকে।
জামিন পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও দিধীতি রায়, বর্ণনা মুখোপাধ্যায়, পৌলবী মজুমদার, কলতান দাশগুপ্ত, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, মহিলানেত্রী দীপু দাস এবং বিকাশ ঝা। আট জনের নামে মোট মোট তিনটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে দু’টি মামলা টালা থানায় দায়ের করা হয়। অন্যটি দায়ের করা হয় উল্টোডাঙা থানায়।
বাম নেতানেত্রীদের হয়ে আদালতে এই দিন সওয়াল করেছিলেন আইনজীবী ইয়াসিন রহমান। তিনি যুক্তি দেন, ‘১৪ অগস্ট রাতের ভাঙচুরের ঘটনায় পুলিশ আসল অপরাধী ছাড়াও বহু প্রতিবাদীকে অভিযুক্ত করেছে। সেই মামলার নিরিখেই আত্মসমর্পণ করে জামিন চাওয়া হচ্ছে।’ আদালত সবার জামিনই মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, গত বছরের আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয় হাসপাতালের সামনে। সেখানে ১৪ অগস্ট রাতে রাতদখলের ডাক দিয়েছিল বিভিন্ন বাম সংগঠন। সারা রাত জেগে রাতদখলের আয়োজন করা হয় সেদিন। ঠিক মধ্যরাতে কিছু যুবক হাসপাতালে ঢুকে এমার্জেন্সিতে ভাঙচুর চালায়। তছনছ করে দেওয়া হয় আরজিকরের ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ চার্জশিট তৈরি করলে দেখা যায়, তাতে নাম রয়েছে আটজন বাম নেতানেত্রীর। তাঁদের সকলেরই আজ জামিন মঞ্জুর করে দিল আদালত।