২৬-এর আগে ঘাঁটি বদল বঙ্গ বিজেপির! নতুন বাড়ির মাথায় নামবে হেলিকপ্টার?
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লক্ষ্য ছাব্বিশের নির্বাচন। বাংলার বুকে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া এবার ঘাঁটি বদলের সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। নিউটাউন চত্বরে খোঁজ চলছে বিরাট বাড়ির। এমন একটা ঠিকানার খোঁজে বঙ্গ বিজেপি, যার ছাদে থাকবে হেলিপ্য়াডও।
বর্তমান বিজেপির সদর দপ্তর সেক্টর ফাইভ। তবে জায়গা সেখানে বেশ কম। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মী। ছাব্বিশের আগে স্বাভাবিকভাবেই নানারকম রণকৌশল নিয়েছে পদ্মশিবির। রাজ্যজুড়ে টানা প্রচার চালাবেন মোদি-শাহ। শহরে আসবেন একাধিক কেন্দ্রীয় নেতা। সবমিলিয়ে প্রয়োজন বড় ঠিকানা। সেই কারণেই এবার নিউটাউন চত্বরে বাড়ি খুঁজছে বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, সুবিশাল এলাকার বাড়িতে থাকতে হবে বিরাট পার্কিং, সঙ্গে হেলিপ্য়াড থাকা আবশ্যক। কারণ, ৪ থেকে ৫ টি হেলিকপ্টার প্রচারের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দল। যদিও এখনও নতুন ঠিকানার হদিশ মেলেনি বলেই খবর।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন জিতেছিল বিজেপি। পরবর্তীতে একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্মশিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বিজেপি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যেই তিনটি সভা করেছেন মোদি। শোনা যাচ্ছে, মহালয়ার ঠিক আগেরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বরে নবদ্বীপে একটি জনসভা করবেন তিনি। পুজোর পর জোরকদমে চলবে প্রচার। মোদি ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায়। যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি।