• মেট্রোয় চড়ে বিমানবন্দরে যাবেন? জেনে নিন সঙ্গে সর্বোচ্চ কত কেজি লাগেজ নিতে পারেন
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মেট্রোর নয়া তিন রুটে জুড়েছে দু’টি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং বিমানবন্দর। তার ফলে এখন দুরপাল্লার ট্রেন কিংবা বিমান ধরার ক্ষেত্রে যাত্রীরা যে বাড়তি সুবিধা পাবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দূরে কোথাও যাতায়াতের ক্ষেত্রে সঙ্গে লাগেজ থাকা স্বাভাবিক। শুধু বড় বড় ব্যাগ নিলেই হবে না। কারণ, নিয়ম জানা না থাকলে গুনতে হতে পারে মোটা টাকা। তাই যাতায়াতের আগে জেনে নিন সর্বোচ্চ কত কেজি লাগেজ বইতে পারেন।

    কলকাতা মেট্রো লাগেজ রুল ১৯৮৪ অনুযায়ী, একজন যাত্রী মেট্রোপথে সর্বোচ্চ ১০ কেজি লাগেজ সঙ্গে রাখতে পারেন। নতুন তিন রুটের ক্ষেত্রে সেই নিয়মে এখনও পর্যন্ত কোনও বদল করা হয়নি। সুতরাং এই মেট্রো রুটে একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি মালপত্র বইতে পারেন। আবার বিমানে প্রতি যাত্রী ১৫ কেজি লাগেজ এবং হ্যান্ডব্যাগে ৭ কেজি পর্যন্ত জিনিসপত্র নিতে পারেন। চাইলে অতিরিক্ত টাকা খরচ করে বাড়তি মালপত্র নিয়ে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি মেট্রো পথে লাগেজ বহনের ঊর্ধ্বসীমার পরিবর্তন না হয়, সেক্ষেত্রে যাত্রীরা কীভাবে তাঁর লাগেজ নিয়ে মেট্রো ধরবেন। হয় তিনি নিয়ম ভেঙে যাতায়াত করার চেষ্টা করবেন আর না হলে সেই ভোগান্তিই সার। মেট্রো ছেড়ে বাধ্য হয়ে বিকল্প পরিবহণে বাড়ি থেকে বিমানবন্দর কিংবা বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছতে হবে।

    মেট্রো যাত্রীদের একাংশের দাবি, লাগেজ বহনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির কোনও যুক্তি নেই। কারণ, এমনিই অফিস যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে মেট্রোপথ। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত যাত্রাপথে অফিস টাইমে যেন মাছি গলারও জায়গা থাকে না। তার উপর আবার যদি লাগেজের ভিড় বাড়ে, সেক্ষেত্রে যাতায়াত করাই দায় হয়ে যাবে। তবে যাঁরা বিমানবন্দর কিংবা হাওড়া, শিয়ালদহের মতো দু’টি গুরুত্বপূর্ণ স্টেশনে পৌঁছতে ব্যবহার করবেন বলে ভেবেছেন, তাঁদের দাবি অবিলম্বে মেট্রোর লাগেজবিধি পুনর্বিবেচনা করা হোক। তাতে খুব সহজেই পৌঁছনো যাবে গন্তব্যে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও এই বিষয়ে কোনও পরিকল্পনার কথা জানা যায়নি। ভবিষ্যতে আদৌ লাগেজবিধিতে কোনও পরিবর্তন হয় কিনা, সেটাই এখন দেখার।
  • Link to this news (প্রতিদিন)