• প্রেমের টানে বাংলাদেশ গিয়ে ‘প্রতারিত’! কাঁটাতার পেরতেই বসিরহাটে গ্রেপ্তার হাওড়ার যুবতী
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: সামাজিক মাধ্যমে আলাপের পর প্রেম। আর সেই প্রেমের টানেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ গিয়েছিলেন এপারের যুবতী। আর সেই যাওয়াই কাল হল! কারণ, বাংলাদেশে গিয়ে ‘প্রতারিত’ হন তিনি। সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে ফেরার পথে বিএসএফের হাতে গ্রেপ্তার হলেন তিনি। এদিনই তাঁকে আদালতে তোলা হয়।

    জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল ওই যুবতীর। ক্রমে সেই আলাপ বাড়তে থাকে। সেই আলাপ প্রেমে রূপ নেয় বলে ওই যুবতীর দাবি। ওই যুবতীর পাসপোর্ট ছিল। সেই পাসপোর্ট নিয়ে ভিসা জোগাড় করে হাওড়া থেকে বাংলাদেশ রওনা হয়েছিলেন তিনি। প্রেমিককে দেখার জন্য তিনি পৌঁছে গিয়েছিলেন ওপার বাংলায়। তবে সেই অভিজ্ঞতা সুখকর হয়নি বলেই অভিযোগ। বাংলাদেশে দিন কয়েক ছিলেন তিনি। তবে সম্পর্ক আরও গভীর হয়নি বলে অভিযোগ। প্রেমে প্রতারিত হয়েছিলেন হাওড়ার বাসিন্দা ওই যুবতী!

    এদিকে ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। অগত্যা, নিজের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন ওই তরুণী। উত্তর ২৪ পরগনার বসিরহাটের তারালি সীমান্ত দিয়ে তিনি দেশে ফিরছিলেন। সেসময় সীমান্তে বিএসএফ জওয়ানরা তাঁকে পাকড়াও করেন। দেখা যায় ভিসার মেয়াদ শেষ। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ ওই যুবতীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ, ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
  • Link to this news (প্রতিদিন)