লুকিয়ে মহিলাদের স্নানের ভিডিও তুলত যুবক! ধরা পড়ায় জুটল গণপিটুনি
প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
বিক্রম রায়, কোচবিহার: পাশের বাড়ির মহিলাদের স্নানের দৃশ্য মোবাইল ফোনবন্দি করতেন যুবক! একদিন, দু’দিন নয়, এই ন্যক্কারজনক কাজ অনেক দিন ধরেই চলে আসছে বলে অভিযোগ। এদিন হাতেনাতে ধরা পড়ে গেল ওই যুবক। দেওয়া হল গণধোলাই। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। বিবাহিত ওই যুবকের পাশের বাড়ির প্রতিবেশীদের শৌচালয়ে ছাদ নেই বলে খবর। দিনের বিভিন্ন সময় ওই যুবক তাঁর নিজের বাড়ির ছাদে উঠে প্রতিবেশীদের ওই শৌচালয়ের দিকে চেয়ে থাকত বলে অভিযোগ। এই নিয়ে সম্প্রতি প্রতিবেশীদের মনে সন্দেহও দানা বেঁধেছিল। এদিন প্রতিবেশী এক মহিলা ওই শৌচালয়ে ছিলেন। সেসময় ফের ওই যুবক ছাদের সেই অংশে গিয়ে দাঁড়ান বলে অভিযোগ। সেই ঘটনা দেখেই প্রতিবাদ করেন প্রতিবেশীরা। তখনকার মতো ওই অভিযুক্ত ছাদের সেই অংশ থেকে সরে যান বলে খবর।
খানিক পরেই ওই যুবককে প্রতিবেশীদের শৌচালয়ের ঘুলঘুলি দিয়ে উঁকি মারতে দেখা যায় বলে অভিযোগ। সেসময় তাঁকে হাতেনাতে পাকড়াও করে ফেলেন ওই বাড়ির লোকজন। যুবকের হাতে মোবাইল ফোন দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁকে চেপে ধরা হয়। কিন্তু কোনও কিছুতেই মুখ খোলেননি অভিযুক্ত। এরপরই তাঁর মোবাইল ফোন কেড়ে সেটি দেখা হয়। মোবাইল ফোনে একাধিক অশ্লীল ভিডিও, ছবি পাওয়া যায় বলে অভিযোগ। এরপরই স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেয় বলে অভিযোগ। খবর দেওয়া হল কোতোয়ালি থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করে। পরে ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।