প্রধানমন্ত্রীর জনসভায় দেখা মেলেনি বহুচর্চিত বিজেপি নেতা দিলীপ ঘোষের। কিন্তু সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবড় তাবড় বিজেপি নেতা যেমন – শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়। তাঁরা প্রত্যেকেই অবশ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এই বিষয়টি নিয়েই এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। ওই দিন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন মাত্র পাঁচ হাজার মানুষ। দিলীপ ঘোষের কথায়, ‘মঞ্চ এল করে দলবদলু নেতারা বসে থাকতেই ফাঁকা ছিল জনসভা।’
প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত ছিলেন না দীর্ঘদিনের বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই দিন বেঙ্গালুরুতে ধর্মগুরু রবিশংকরের আশ্রমে চলে যান। আর তারপরই ফিরে এসে প্রধানমন্ত্রীর জনসভায় লোক কম থাকা নিয়ে করা মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীর মঞ্চে কারা উপস্থিত ছিলেন? ভালো করে লক্ষ্য করলে দেখবেন, প্রত্যেকেই দলবদলু। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ ,ক’টা নাম আর উল্লেখ করব! এঁরা বিজেপি? এঁদের দেখে কি মানুষ বিজেপি করতে আসবেন? এঁদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করেছিল। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা ফাঁকা থেকেছে।’
দিলীপ ঘোষ আরও বলেন, ‘জনসভায় যে পরিমাণ লোক হয়েছিল, এর থেকে বেশি লোক মিটিং মিছিল করলে হয়। দর্শকদের মধ্যে সেই প্রাণ ছিল না। প্রত্যেকেই নিজেদের মতো গল্প করছিলেন। আসন্ন ভোট নিয়ে তিনি খুবই চিন্তিত।’ বিজেপি নেতা জানিয়েছেন, পার্টি যা কাজ দেব্ তাই তিনি করবেন। বিভিন্ন জনসংযোগ কর্মসূচি থাকছে সেগুলি তিনি করছেন।