• ডায়মন্ড হারবারের নির্বাচনী ফল নিয়ে পিটিশন, কলকাতা হাই কোর্টে অভিষেক
    প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়: ২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে আদালতে পিটিশন করেছিলেন পরাজিত প্রার্থী অভিজিৎ দাস। তার পালটা হলফনামা জমা পড়ার আগেই সোমবার দুপুরে কলকাতা হাই কোর্টে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে দেখে প্রথমে সবাই চমকে যান। কিন্তু পরে কারণ জানা যায়। তিনি নথিতে সই করার জন্য আদালতে গিয়েছেন বলে খবর। এদিন ১১টা নাগাদ হাই কোর্টের F গেটে পৌঁছয় অভিষেকের কনভয়। গাড়ি থেকে নেমে তিনি ওথ কমিশনারের অফিসে ঢুকে নথিতে সই করেন। তারপর বেরিয়ে যান। সেসময় তাঁকে ঘিরে ধরেন আইনজীবীরা। সেলফি তোলা, সই দেওয়ার আবেদন জানান। অভিষেকও হাসিমুখে সেই আবদার মেনে ছবি তোলেন।

    গতবছর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রায় ৭ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে হারিয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, সেখানকার নির্বাচনে বুথ দখল এবং ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। তাতেই তৃণমূল প্রার্থী এত ভোটে জিতেছেন। এর আগে ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ, অভিষেক সেই নির্দেশ কার্যকর করেননি। বিচারপতি তাঁকে জরিমানার হুঁশিয়ারি দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন, আগামী ২৮ আগস্টের মধ্যে নিজের বক্তব্য লিখিত আকারে জমা দিতে হবে। তা না হলে আদালত একপক্ষের বক্তব্যের ভিত্তিতেই শুনানি চলবে।

    আদালত সূত্রে খবর, সোমবার সেই কাজের জন্যই হাই কোর্টে যান ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যের নথিতে সই করে গেলেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর। সোমবার আদালতে অভিষেককে দেখে ঘিরে ধরেন তৃণমূলপন্থী আইনজীবীরা। ছবি তোলার আবদার জানান। অভিষেকও দাঁড়িয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন হাসিমুখে। তারপর গাড়িতে উঠে চলে যান।
  • Link to this news (প্রতিদিন)