শারীরিক সম্পর্কের জন্য চাপ, ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি! হাওড়ার বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামিতা?
প্রতিদিন | ২৫ আগস্ট ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার বৃদ্ধ খুনে প্রকাশ্যে সমকামী সম্পর্কের টানাপোড়েনের তথ্য। গোবরডাঙা থেকে খুনে অভিযুক্ত প্রসেনজিৎ চৌধুরীকে গ্রেপ্তারের পরই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জানা যাচ্ছে, মৃত বৃদ্ধের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল যুবক। এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেই রাগেই বৃদ্ধকে খুন করে অভিযুক্ত।
জানা গিয়েছে, ধৃত প্রসেনজিৎ চৌধুরী উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। পেশায় কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার কাজে প্রায়ই হাওড়া যেতেন তিনি। তবে মৃত বৃদ্ধ অসীম দে-র সঙ্গে তাঁর পরিচয় সোশাল মিডিয়ায়। মাস চারেক আগে প্রথম কথা শুরু হয় অসীম ও প্রসেনজিতের। ক্রমশ বাড়তে থাকে কথাবার্তা। মাস খানেক চ্যাটের পর হাওড়ার বাঁধাঘাটে দেখা করেন দু’জনে। এরপর শুরু হয় ভিডিও কলে কথা। সম্পর্ক ক্রমশ গভীর হয়। এরপর বৃদ্ধের ফ্ল্যাট যায় প্রসেনজিৎ। সেখানে তাঁদের শারীরিক সম্পর্কও হয় বলে খবর।
সূত্রের খবর, প্রসেনজিৎকে একটা সময়ের পর নিয়মিত সম্পর্কের জন্য চাপ দিতে শুরু করে অসীম। ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিকেলে অসীমের ফ্ল্য়াটে যায় প্রসেনজিৎ। একসঙ্গে সময় কাটায়, খাওয়া দাওয়া করে। তারপর শারীরিক সম্পর্কও হয় তাঁদের মধ্যে। অসীমের অত্যাচারে গভীরভাবে ক্ষত তৈরি হয় প্রসেনজিতের গোপনাঙ্গে। অভিযোগ, এরপরই বৃদ্ধকে ধাক্কা দেয় প্রসেনজিৎ। তবে অসীমের মৃত্যু হবে তা বুঝতে পারেননি তিনি। রবিবার রাতে গোবরডাঙা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে তোলা হয় আদালতে।