• কলঙ্কিত কৃষ্ণনগর! বাড়িতে ঢুকে বাবা-মার সামনেই কলেজছাত্রীকে গু*লি করে খু*ন প্রেমিকের...
    ২৪ ঘন্টা | ২৫ আগস্ট ২০২৫
  • পিয়ালী মিত্র: বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনেই কলেজ ছাত্রীকে গুলি করে খুন। দিনদুপুরে ভয়ংকর ঘটনা কৃষ্ণনগরে। মৃত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক(১৯)। দেশি পিস্তল হাতে নিয়ে বাড়িতে ঢুকে তার বয়ফ্রেন্ড দেবরাজ সিং নামে এক যুবক। তারপর ঈশিতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। কৃষ্ণনগর মহিলা কলেজের ছাত্রী ছিলেন ঈশিতা। ঘটনার পর থেকেই পলাতক তরুণীর বয়ফ্রেন্ড।

    পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়ায়। সোমবার দুটো থেকে আড়াইটের মধ্য়ে ঈশিতার বয়ফ্রেন্ড হাতে বন্দুক নিয়ে ঈশিতার বাড়িতে ঢুকে পড়ে। এরপর ঈশিতাকে সামনে পেয়েই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। বাবা-মার সামনেই মেঝেতে লুটিয়ে পড়ে ওই তরুণী।

    প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঈশিতারা একসময় থাকত কাঁচরাপাড়ায়। সেখান থেকেই দেবরাজ সিং নামে অভিযুক্ত যুবকের পরিচয় ঘটে। ক্লাস টুয়েলভ পর্যন্ত তারা একসঙ্গেই পড়াশোনা করে। তাদের মধ্যে একটা সম্পর্কও তৈরি হয়েছিল। পুলিসের অনুমান তাদের সম্পর্কের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল। দেবরাজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না। তার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেছিল। তাতেই বেপরোয়া হয়ে ওঠে দেবরাজ। একেবারে পিস্তল নিয়ে চলে আসে ঈশিতার বাড়িতে। বাড়িতে পৌঁছে সে ফাস্ট ফ্লোরে চলে যায়। তারপর ঈশিতাকে কাছে পেয়ে গুলি চালিয়ে দেয়। ওই যুবকের খোঁজ করছে পুলিস।

    নিহত ছাত্রীর পরিবার সূত্রে খবর, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ঈশিতা। নিটের প্রস্তুতি নিচ্ছিল। এবছর ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়। কাঁচরাপাডাতে পড়াশোনা করতো দুজন একসঙ্গে। ওই ছাত্র ২০২২ সালে স্কুল থেকে বরখাস্ত হয় মিস কন্ডাক্টের জন‍্য । সম্ভবত ছাত্রীও একই স্কুলে পড়তো। পুলিসের কাছে নিহত ছাত্রীর দাদা জানিয়েছে আগেও ছাত্রীকে হুমকি দিয়েছিলো ওই যুবক।

  • Link to this news (২৪ ঘন্টা)