• আয়া ও পরিচারিকার তথ্য জানাতে চালু হতে পারে হোয়াটসঅ্যাপ নম্বর, নিউ গড়িয়ায় খুনের ঘটনার জেরে তড়িঘড়ি বৈঠক লালবাজারে
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়াটিয়া, পেয়িং গেস্ট কিংবা পরিচারক-পরিচারিকা, আয়া— বাড়িতে অপরিচিত কোনও বহিরাগত থাকলে তা জানানোর জন্য ব্যবস্থা রয়েছে কলকাতা পুলিসের ‘বন্ধু’ অ্যাপে। লালবাজারের ‘রেজিস্টার’ বলছে, শহরের বেশিরভাগ বাসিন্দাই সেই ব্যবস্থাকে পাত্তা দেন না। অনেক প্রবীণ নাগরিক আবার প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে উঠতে পারছেন না। তার জেরেই ফাঁক থেকে যাচ্ছে নাগরিক নিরাপত্তায়। এই ব্যর্থতার কারণেই নিউ গড়িয়ায় খুন হতে হল এক বৃদ্ধাকে। গ্রেপ্তার করা হয়েছে বৃদ্ধার পরিচারিকা ও তাঁর পুরুষ সঙ্গীকে।

    এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কলকাতা পুলিস। সূত্রের খবর, এই খুনের ঘটনার তদন্তে দেখা গিয়েছে, বৃদ্ধার বয়স সত্তর ছুঁইছুঁই। তাঁর স্বামী অসুস্থ, শয্যাশায়ী। ছেলে ও মেয়ে দু’জনেই কর্মসূত্রে কলকাতার বাইরে থাকেন। বাড়িতে স্মার্ট ফোন থাকলেও তাতে ফোন করা বা হোয়াটসঅ্যাপে ছেলে-মেয়ের পাঠানো ছবি দেখা ছাড়া আর কিছুই একা একা পারেন না বৃদ্ধা। তাই নতুন পরিচারিকার কোনও খবর অ্যাপ মারফত পুলিসকে জানাতে পারেননি তিনি। বিষয়টি নজরে আসতেই কলকাতা পুলিসের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। প্রবীণ নাগরিকদের জন্য ‘বন্ধু’ অ্যাপকে আরও সরলীকরণ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, পুলিসকে তথ্য জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে সেই তথ্য পুলিসের কাছে আসছে, তা গৌণ। তাই হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন করে নতুন ভাড়াটিয়া, পেয়িং গেস্ট কিংবা পরিচারক, আয়াদের সম্পর্কে যাবতীয় তথ্য ও নথি পুলিসকে কীভাবে দিতে পারবেন সাধারণ মানুষ, সে বিষয়ে একটি গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন সিপি। শহরের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে পরিচারিকা, ভাড়াটিয়াদের তথ্য পুলিসকে জানাতে পারেন, সে জন্য আমাদের ‘‌বন্ধু’‌ অ্যাপ রয়েছে। কিন্তু বহিরাগতদের তথ্য কীভাবে আরও সহজে ও তাড়াতাড়ি পুলিসকে জানানো যায়, সে নিয়ে আমরা ইতিমধ্যেই একটি বৈঠক করেছি।

    লালবাজার সূত্রের খবর, কমিউনিটি পুলিসের উইংকে নিয়ে এই বৈঠক করা হয়েছে। তাতে শহরের কোন থানা এলাকায় ‘প্রণাম’ আওতাভুক্ত প্রবীণ নাগরিকের সংখ্যা কত, সেই তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। প্রতিটি থানার একটি করে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। কোনও অপরিচিত বহিরাগত বাড়িতে থাকতে এলে, তাঁর নথি ও ছবি সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হলে সাধারণ মানুষের কী সুবিধা হবে, তা নিয়ে একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজ দ্রুত করার চেষ্টা করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। 
  • Link to this news (বর্তমান)