জুটমিলের মধ্যে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা জগদ্দলে
বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হল জগদ্দলের অ্যালায়েন্স জুটমিলে। আজ, সোমবার সকালে কাজে যোগ দিয়েছিলেন দাহেরি যাদব নামে এক শ্রমিক। কাজ করতে করতেই তাঁর হার্ট অ্যাটাক হয় বলেই অভিযোগ। অচৈতন্য অবস্থায় দাহেরিকে প্রথমে মিলের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই গোটা মিল চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা।মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব মিলের অন্যান্য শ্রমিকরাও। মিলে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিস। মৃতের পরিবারের তরফে অভিযোগ, কর্মরত অবস্থায় মিলের ভিতরে শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ উদাসীন। তারা কোনও ক্ষতিপূরণের কথা জানায়নি। মিল কর্তৃপক্ষ চেয়েছিল মৃতদেহ মিলের ভিতর থেকে বের করে অন্যত্র নিয়ে যেতে। যাতে ক্ষতিপূরণ অনেকাংশে মুকুব করা সম্ভব হয়। কিন্তু অন্যান্য শ্রমিকদের বিক্ষোভের জেরে শেষে দাহেরির পরিবারের সঙ্গে আলোচনা করছেন মিল কর্তৃপক্ষের একাংশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিস বাহিনী।