মহালয়ার আগে-পরে বঙ্গ সফরে মোদী-শাহ, পুজোর পরে আরও ৬ জনসভা
দৈনিক স্টেটসম্যান | ২৫ আগস্ট ২০২৫
ইতিমধ্যেই তিনবার পশ্চিমবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে পুজোর মরশুম। এরমধ্যেই আর তিনি সভা করতে বাংলায় আসবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু সূত্রের খবর, মহালয়ার আগেই এবং পরেও বিজেপির রাজনৈতিক সক্রিয়তায় কোনও ফাঁক রাখতে রাজি নন মোদী-শাহ। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে ঠিক হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই প্রত্যেকটি বিভাগে একটি করে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। গত তিন মাসেরও কম সময়ে আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর পুজোর আগে সাতটি জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর পর হবে ছটি জনসভা। আর সেকারণেই পুজোর পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে দু’বার করে পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে মোদীর।
এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে, তাতে আগামী ২০ সেপ্টেম্বর নবদ্বীপে নরেন্দ্র মোদী সভায় উপস্থিত থাকবেন। এরপর রানাঘাট লোকসভা কেন্দ্রে তিনি একটি সভায় থাকবেন, এরকম জানা গিয়েছে। রানাঘাট লোকসভার জনসভার পরদিনই মহালয়া। তারপরই ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আর সেদিনই কলকাতায় আসবেন কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কাউন্সিলার সজল ঘোষের উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গাপুজোটি হয়, তার উদ্বোধন করবেন অমিত শাহ। এরপর সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে আরেকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ আয়োজিত এই পুজোর উদ্যোগ আসলে বিজেপিরই।
পুজোর আগে-পরে মোদী-শাহের এই বঙ্গসফরকে বিজেপি নেতৃত্ব ‘ডাবল ইঞ্জিন আক্রমণ’ বলে মনে করছেন। কিন্তু, তাঁকে আক্রমণ করতে মোটেও পিছিয়ে নেই তৃণমূলও। ইদানিং মোদীর প্রত্যেকটি জনসভার শেষে সাংবাদিক বৈঠক ডেকে মোদীকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। সম্প্রতি প্রতিটি বঙ্গ সফরের আগে মোদী সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তিনি বঙ্গে আসতে কতটা উদগ্রীব। এছাড়াও সেইসব পোস্টে তিনি আক্রমণ করেছেন তৃণমূলকেও। গত শনিবার তাঁর বঙ্গসফরের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করে নিশানা করেছেন তৃণমূলকে। তবে প্রতিআক্রমণে কোনোভাবে পিছিয়ে নেই তৃণমূল। তাঁদের বরাবরের দাবি, মোদী-শাহ বাংলায় এলে তাঁরা যেন বাংলার প্রাপ্য সঙ্গে করে নিয়ে আসেন। আগামী ২০ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার আগের এবং পরের দিন পর পর মোদী ও শাহের বঙ্গ সফরে রাজনৈতিক পারদ যে চড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা।