সংবাদদাতা, বসিরহাট: ঝাড়ফুঁকের নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইয়াদ আলি গাজি দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের কাজ করতেন। অভিযোগ, কিছুদিন ধরেই প্রতিবেশী নাবালিকার উপরে তাঁর কুনজর পড়েছিল। ওই নাবালিকা প্রায়ই ভূতের ভয় পেত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেই সূত্রে প্রায়দিনই ওই নাবালিকাকে ঝাড়ফুঁকের নাম করে তিনি বাড়িতে ডাকতেন। শনিবার দুপুরে ফের ঝাড়ফুঁকের নাম করে তাকে বাড়িতে ডাকেন তিনি। সেদিন তাঁর বাড়িতে আর কেউ ছিলেন না। সেই সুযোগ নিয়ে ইয়াদ আলি নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নাবালিকা তার বাবা-মাকে সব ঘটনা জানায়। এরপর ওই নাবালিকাকে সঙ্গে করে তার বাবা-মা লিখিতভাবে স্বরূপনগর থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেপ্তার করা হয় ইয়াদ আলিকে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিস।