• বেলঘরিয়ায় আঁকার শিক্ষককে মারধরে গ্রেপ্তার মূল অভিযুক্ত
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়ার প্রতিবাদী শিক্ষককে মারধরের ঘটনায় রবিবার পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পাপাই নট্ট। তাঁর বাড়ি নিমতা থানার পাটনা ঠাকুরতলা এলাকায়। এই ঘটনায় পুলিস এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, এই ঘটনায় রহস্যজনকভাবে আক্রান্ত শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। ধৃত তরুণীর মা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর মেয়েকে ওই শিক্ষক কু’প্রস্তাব দিয়েছিলেন। তাই মেয়ে ও তাঁর বন্ধুরা প্রতিবাদ জানিয়েছিল। যদিও এলাকাবাসী এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, ওই শিক্ষককে পরিকল্পনা করেই ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল পেশায় অঙ্কণ শিক্ষক। শনিবার ভোর ৬টা নাগাদ তিনি কৌশিকী অমাবস্যার পুজো দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তিনি নন্দননগর ঝিলপাড়ে কয়েকজন যুবক-যুবতীকে বসে প্রকাশ্যে মদ‍্যপান করতে দেখে প্রতিবাদ করলে উন্মত্ত যুবক-যুবতীরা প্রকাশ্য রাস্তায় তাঁর উপর হামলা চালায়। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় পুলিস অভিযুক্ত যুবতী মন্দিরা সহ পাঁচজনকে পাকড়াও করে। তাঁদের মধ্যে দু’জন নাবালক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নন্দননগর ঝিলপাড় খোলা বারের রূপ নিয়েছে। রাত বাড়লেই মদ ও গাঁজার ঠেক বসে। স্থানীয় মানুষ তিতিবিরক্ত। সকাল ৬টায় কমবয়সি ছেলে-মেয়েদের প্রকাশ্যে মদ্যপান করতে দেখে ওই শিক্ষক প্রতিবাদ জানিয়েছিলেন। অথচ, সেই শিক্ষককে এখন ফাঁসানোর চেষ্টা চলছে। ধৃত মন্দিরার মা রুমা মুখোপাধ্যায় দাবি করেন, পুজোর শেষে মেয়ে ও তার বন্ধুরা বসে প্রসাদ খাচ্ছিল। তখন ওই শিক্ষক আমার মেয়েকে নোংরা ইঙ্গিত করেন। তা নিয়ে ঝামেলা হয়েছিল। সকালে মেয়ে বাড়ি ফিরে আমাকে একথা জানিয়ে ঘুমিয়ে পড়ে।

    অন্যদিকে, এদিন রবিবার নন্দননগর পোস্ট অফিস থেকে ঘটনাস্থল পর্যন্ত বিজেপি নেতৃত্ব প্রতিবাদ মিছিল করেন। পুলিস কমিশনার মুরলীধর শর্মা বলেন, পুলিস আইন মেনে পদক্ষেপ নিয়েছে। পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় পুলিসি টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)