নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মুরগির খাবার সরবরাহকারী একটি বেসরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করল সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। দুই ধৃতই সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত ওই সংস্থার নথিভুক্ত ডিস্ট্রিবিউটর। ধৃতদের নাম সঞ্জীব সাউ এবং সৌরভ বিশ্বাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য ওই সংস্থায় এসেছিল। তাদের পছন্দ হওয়ায় ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়। একটি সংস্থার নামে তারা কাজ নিয়েছিল। তারপর ওই দু’জন সল্টলেকের সংস্থাকে জানিয়েছিল, টাকা বাকি রেখে মাল দিতে হবে। তখন সংস্থার পক্ষ থেকে তাদের জানানো হয়, এর জন্য এক কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে। সেই মতো ধৃতরা ব্যাঙ্ক গ্যারান্টির শংসাপত্র সংস্থার কাছে জমা করে। সংস্থার পক্ষ থেকে ব্যাঙ্কে সেই শংসাপত্র খতিয়ে দেখতে গেলেই জানা যায়, ভুয়ো নথি জমা দিয়েছে তারা। ৪ আগস্ট সংস্থার তরফে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিস শনিবার এই দু’জনকে গ্রেপ্তার করে।