নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে প্রতারকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত সন্দেহে রকিবুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে লালবাজার। তাঁর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। উত্তর বন্দর থানা এলাকার এক ব্যবসায়ী শেক্সপিয়র সরণি এলাকায় জমির খোঁজ করছিলেন নির্মাণ ব্যবসার জন্য। তাঁর সঙ্গে পরিচয় হয় রকিবুলের। তিনি জানান, শেক্সপিয়র সরণি এলাকায় কয়েক শো কাঠা জমি রয়েছে। এই জমি দেখভালের দায়িত্বে আছেন তিনি এবং জমিটি বিক্রি করার চেষ্টা চলছে। তাঁর কথা বিশ্বাস করে ওই জমিটি দেখেন ব্যবসায়ী। তাঁর পছন্দ হয়, কথাবার্তাও চূড়ান্ত হয়। এরপর তিনি অগ্রিম বাবদ ২৫ লক্ষ টাকা দেন। এরপর ওই ব্যবসায়ীর কাছে জমির মালিক সাজিয়ে একজনকে নিয়ে আসে অভিযুক্ত। তাঁকে জমির দলিলও দেওয়া হয়। ব্যবসায়ী যাচাই করতে গিয়ে জানতে পারেন, এই জমির মালিকের আগেই মৃত্যু হয়েছে। তাঁর নামে জাল দলিল তৈরি করেছেন রকিবুল।
এরপরেই উত্তর বন্দর থানায় ওই ব্যবসায়ী প্রতারণার অভিযোগ করেন। তদন্তভার নেয় লালবাজার। ঘটনার পর বেপাত্তা ছিলেন ওই প্রতারক। শনিবার পুলিসের কাছে খবর ছিল যে, ওই যুবক মধ্য কলকাতায় আসছেন। সেখানে হানা দিয়ে তাঁকে ধরা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, বিভিন্ন জায়গায় জমির খোঁজ করে বেড়াতেন তিনি। কোথাও সন্ধান পেলে ওই জমির মালিকের নাম সহ সমস্ত তথ্য জেনে নিতেন। জমির মালিকের সঙ্গে যোগাযোগ করে বলতেন, তাঁরা এই জমি কিনতে চান। এরপর মালিকের কাছ থেকে জমির দলিলের কপি নিতেন এবং তার অনুকরণে জাল দলিল তৈরি করতেন। এবার সেই নকল দলিল বিভিন্ন লোকজনকে দেখাতেন। তদন্তে উঠে এসেছে জমির মালিকের মৃত্যু হয়েছে, এমন জমিরই বেশি খোঁজ করতেন প্রতারকরা, যাতে মৃত ব্যক্তির জায়গায় অন্য কাউকে মালিক সাজিয়ে হাজির করানো যায়। এই কায়দায় তাঁরা একাধিকজনকে প্রতারণা করেছেন বলে জেনেছেন তদন্তকারীরা। অভিযুক্তের সঙ্গে আর কারা রয়েছেন এবং কোথায় নকল দলিল তৈরির কাজ চলত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।