• লিভ ইন সঙ্গীকে ছুরির কোপ, গ্রেপ্তার মহিলা
    বর্তমান | ২৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লিভ ইন সঙ্গীর চোখে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক মহিলা। জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে প্রতিমা দাস ও শ্যামল দাস নামে দুই চা বিক্রেতা সোনারপুর থানার ঘাসিয়ারা এলাকায় একসঙ্গেই থাকছিলেন। কিন্তু সম্প্রতি শ্যামলবাবুর সঙ্গে আরও এক মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন প্রতিমাদেবী। এই নিয়ে শ্যামলবাবুর সঙ্গে তাঁর ঝামেলা বাঁধে। শুক্রবার রাতে এই নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। শ্যামলবাবুর বক্তব্য, ওই রাতে প্রতিমা তাঁর চোখে আচমকাই একটি ধারালো ছুরি নিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন শ্যামলবাবু। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা করিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে প্রতিমাদেবীকে গ্রেপ্তার করে পুলিস।
  • Link to this news (বর্তমান)