• এই সপ্তাহে দামে বড় বদল, উৎসবের মরসুমে সস্তায় সোনা কেনার সুযোগ মিলবে?
    আজ তক | ২৪ আগস্ট ২০২৫
  • Gold Rate Today in India: সাপ্তাহিক ভিত্তিতে সোনার দাম বেড়েছে। এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ৪৪০ টাকা বেড়েছে। রাজধানী দিল্লিতে দাম এখন প্রতি ১০ গ্রামে ১,০১,৭৭০ টাকায় পৌঁছেছে। ২২ ক্যারেট সোনার কথা বলতে গেলে, এক সপ্তাহে এটি ৪০০ টাকা দামি হয়েছে।  আসুন জেনে নেওয়া যাক দেশের  বড় শহরগুলিতে এই মুহূর্তে সর্বশেষ সোনার দাম কত-

    দিল্লিতে দাম
    দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০১,৭৭০ টাকা। ২২ ক্যারেটের দাম প্রতি ১০ গ্রামে ৯৩,৩০০ টাকা।

    কলকাতা, চেন্নাই এবং মুম্বইতে দাম
    বর্তমানে, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৩১৫০ টাকা, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০১,৬২০ টাকা।

    রুপোর দাম
    অপর মূল্যবান ধাতু রুপোর কথা বলতে গেলে, এক সপ্তাহে এর দাম ৩৮০০ টাকা বেড়েছে। ২৪ অগাস্ট রুজো প্রতি কেজিতে ১,২০,০০০ টাকা। 

    ভারতে সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
    আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক ও কর, রুপি ও ডলারের বিনিময় হার, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের ভিত্তিতে সোনার দাম নির্ধারিত হয়। ভারতে, সোনা কেবল বিনিয়োগের জন্যই নয়, ঐতিহ্যগতভাবে বিবাহ এবং উৎসবেও ব্যবহৃত হয়, তাই দামের পরিবর্তন সরাসরি জনগণের উপর প্রভাব ফেলে।

    পুজোর মাসে সোনা সস্তা হবে?
    বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের জন্য মার্কিন অর্থনীতিতে মন্দা আসার প্রবল আশঙ্কা রয়েছে। তা ছাড়া গত সাড়ে তিন বছর ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর নামে ইউরোপ এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। এগুলির প্রভাব ‘হলুদ ধাতু’র বাজারের উপরে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স’ বা জিএসটিতে বড় বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সোনার উপরে রয়েছে তিন শতাংশ জিএসটি। গয়নার ক্ষেত্রে মেকিং চার্জের উপরে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এই সূচক নিম্নমুখী হলে পুজোর মাসে আরও কিছুটা সস্তা হতে পারে সোনার অলঙ্কার।


     
  • Link to this news (আজ তক)