আজকাল ওয়েবডেস্ক: হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। শনিবার গভীর রাতে স্বামীর মারধরে মৃত্যু হয়েছে মনজুরা খাতুন নামে এত মহিলার (২৮)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী রজব আলি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের বাসিন্দা রজব আলির সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল মনজুরার। দিন পনেরো আগে স্ত্রীকে বেধড়ক মারধর করে রজব। এরপরই মনজুরা বাপের বাড়ি ভদ্রেশ্বরের ন’পাড়া এলাকায় চলে যান এবং বধূ নির্যাতনের অভিযোগে ভদ্রেশ্বর থানায় মামলা দায়ের করেন। কিছুদিন পর রজব ফোন করে মনজুরাকে জানায়, ঝামেলা মিটিয়ে সংসার করবে। সেই বিশ্বাসে মনজুরা আবার শ্বশুরবাড়ি ফিরে আসেন। তবে কয়েকদিন আগে শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে রজবকে থানায় দেখা করতে বলা হয়।
এরপরই শুক্রবার রাতে স্ত্রীকে ফোন করে রজব হুমকি দেয়, ‘জেলে যখন যেতেই হবে, তোকে মেরেই যাব’। ভয়ে আতঙ্কিত হয়ে শনিবার রাতে দুই সন্তান ও এক প্রতিবেশী মহিলাকে সঙ্গে নিয়ে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন মনজুরা। কিন্তু বিলাতপুরের কাছে রজব পথ আটকায়। সন্তানদের ওই মহিলা ও রজবের এক বন্ধুর হাতে পাঠিয়ে দিয়ে মনজুরাকে একা ফেলে দেয়। অভিযোগ, এরপর মনজুরা পালানোর চেষ্টা করলে রজব তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। খবর পেয়ে মৃতার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানান। পুলিশ রাতে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রজব আলি পলাতক। দাদপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।