এক্ষুনি ঝেঁপে বৃষ্টি ২ জেলায়, প্রবল বৃষ্টিতে টালমাটাল হবে ১১ জেলা! বাংলায় তুমুল দুর্যোগের অশনি সঙ্কেত ...
আজকাল | ২৪ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ধূসর মেঘেই ছেয়ে আছে আকাশ। আজও রোদের দেখা মেলেনি। ঘূর্ণাবর্ত দুর্বল হতেই, বাংলার আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহে, অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বেলা ১২টার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার ১২টা বেজে ২০ মিনিটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে ২৫ আগস্ট অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে। সে ক্ষেত্রে আগের তুলনায় দুর্বলও হবে এই ঘূর্ণাবর্ত। তা ছাড়া মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, রোহতক, ফতেহ্গড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত দুর্বল হলেও, নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়াই বজায় থাকবে বাংলায়। শনিবার ও রবিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সর্তকতা জারি রয়েছে শুধুমাত্র এই জেলাগুলিতে।
আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি।