বিরাট বিপত্তি সাত সকালে, ছিঁড়ে গেল ট্রেনের 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহী তার, মাঝরাস্তায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন...
আজকাল | ২৪ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কা ব্যারেজের উপর ট্রেনের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে বিপত্তি। রবিবার ছুটির দিনের সকাল থেকে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন ট্রেনের যাত্রীরা। জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ৭:৫০ থেকে আজিমগঞ্জ- জঙ্গিপুর -মালদা শাখায় ট্রেন এবং মালগাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। এর প্রভাব পড়েছে ফরাক্কা-রামপুরহাট শাখাতেও। ওই রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। হাওড়ায় এবং মালদা ডিভিশন থেকে চলাচলকারী বহু প্যাসেঞ্জার, এক্সপ্রেস ,মালগাড়ি এবং দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
রেলের তরফ থেকে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে সকাল ১০ টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি বলেই জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রবিবার সকালে নিউ ফরাক্কা স্টেশনের প্রবেশের মুখে ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎই ট্রেনের 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহীর তার ছিঁড়ে যায়। এর ফলে ব্যারেজের উপরই দাঁড়িয়ে পড়ে মালদা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি মালদা থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জের দিকে যাচ্ছিল। বিপত্তির শুরু সেখান থেকেই।
বেল্লাল শেখ নামে ওই প্যাসেঞ্জার ট্রেনের এক যাত্রী ঘটনা প্রসঙ্গে জানান, 'নিউ ফরাক্কা স্টেশনে নেমে আমার পাকুড় যাওয়ার কথা ছিল। ফরাক্কা ব্যারেজের উপর ট্রেনটি পৌঁছানোর পর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ট্রেন চালু না হওয়ায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে গন্তব্যের দিকে যাত্রা করতে হচ্ছে।'
যাত্রীদের বক্তব্য, রবিবার যে এলাকায় এই বিপত্তি ঘটেছে, অর্থাৎ যে এলাকায় তার ছিঁড়ে গিয়েছে সেখানে ঝড় বৃষ্টি কিছুই হয়নি। কিন্তু তা সত্ত্বেও হঠাৎই 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গিয়েছে। বক্তব্য, 'এই ঘটনার অর্থ রেলের তরফ থেকে যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়নি।'
অন্যদিকে বিদ্যুৎ পরিবাহী তাঁর ছিড়ে যাওয়ার খবর পরপরই রেলের কর্মীরা ফারাক্কা ব্যারেজের উপর 'মেনটেনেন্স ট্রেন' নিয়ে গিয়ে সেখানে ছিড়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহী তার জোড়া লাগানোর কাজ শুরু করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। গোটা এলাকা আরপিএফ এবং জিআরপির তরফ থেকে এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে।