এই মুহূর্তে ‘দ্য বেঙ্গল ফাইল্স’ ছবি নিয়ে চর্চা তুঙ্গে। বিবেক অগ্নিহোত্রী তাঁর আসন্ন ছবির ঝলক মুক্তির অনুষ্ঠানে এসেছিলেন কলকাতায়। কিন্তু শহরের এক বিলাসবহুল হোটেলে সেদিন এই অনুষ্ঠান ঘিরে বিস্তর হইচই হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেন বিবেক। বিবেকের এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। যদিও সেদিনের অনুষ্ঠানে এঁদের কেউই উপস্থিত ছিলেন না। এরই মাঝে বিবেক-পত্নী পল্লবী জোশীর বক্তব্য, শাশ্বত ‘ভয় পেয়েছেন’!
কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইল্স’ ছবি নিয়ে চর্চার মাঝে সম্প্রতি শাশ্বত জানিয়েছিলেন, তিনি চিত্রনাট্যের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না। এতেই শাশ্বতর উপর ক্ষুব্ধ পল্লবী। তিনি বলেন, ‘‘শাশ্বত ভয় পেয়েছেন। তাই ছবিটার পাশে দাঁড়ালেন না। আমি ভেবেছিলাম, উনি সাহস করে এগিয়ে আসবেন। কিন্তু না, আমি একেবারে ভুল প্রমাণিত হলাম।’’
পাশাপাশি, এই ছবির চিত্রনাট্যের বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না বলে অভিনেতা শাশ্বত যে যুক্তি দিয়েছেন, সেই প্রসঙ্গে পল্লবী বলেন, ‘‘আপনি এমন একজন অভিনেতাকে নিয়োগ করেছেন, যিনি পেশাদার। তাঁকে অভিনেতা হিসাবে সম্মান করি। তিনি যে সব কাজ করেছেন, সে জন্য তাঁকে সম্মান করি। তিনি সিনেমার পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা ছিলেন একজন সুপরিচিত অভিনেতা। আমরা বাংলার রাজনীতি নিয়ে কথা বললাম। তাঁকে একটি নির্দিষ্ট চিত্রনাট্য দেওয়া হল। তাঁকে বলা হল, ছবির নাম ‘দিল্লি ফাইল্স- বেঙ্গল চ্যাপ্টার’ রাখা হয়েছে। যদিও এটার নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইল্স’ করার কথা ভাবছি। বিষয়টি আলোচনাসাপেক্ষ।’’
এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য আনন্দবাজার ডট কম থেকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। অভিনেতাকে ফোনেও পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে শহরে নেই।