ভবিষ্যৎ চাহিদার কথা ভেবে কলকাতা মেট্রোর নিউ গড়িয়া-বিমানবন্দর এবং জোকা-এসপ্লানেড মেট্রোপথে চালানোর জন্য আরও ১০টি আট কোচের নতুন রেক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছেন মেট্রো কর্তৃপক্ষ। রেডিয়ো তরঙ্গনির্ভর, আধুনিক সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে মানানসই ওই সব রেক নির্মাণে প্রায় ৯০০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান মেট্রো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের। মেট্রো সূত্রের খবর, নিউ গড়িয়া-বিমানবন্দর এবং জোকা-এসপ্লানেড পথে কমিউনিকেশন বেস্ড ট্রেন কন্ট্রোল সিস্টেম প্রযুক্তিরসিগন্যালিং ব্যবস্থা রয়েছে। এই প্রযুক্তিতে খুব অল্প সময়ের ব্যবধানে ট্রেন চালানো সম্ভব।
কলকাতা মেট্রোর জোকা-মাঝেরহাট পথে পরিষেবা দেওয়ার জন্য এখন মাত্র দু’টি রেক ব্যবহার করা হয়। ওই দু’টির একটি রেক বিকল হলেই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউ গড়িয়া-বিমানবন্দর পথের জন্য বরাদ্দ রয়েছে গোটা ছয়েক রেক। এ ছাড়া, ইস্ট-ওয়েস্ট মেট্রো ব্যতিরেকে কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে চলার জন্য এখন ৩৬টি রেক রয়েছে। তার মধ্যে পুরোনো ১৩টি বাতানুকূল রেক ছাড়াও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তৈরি ১৮টি নতুন রেক রয়েছে। সেই সঙ্গে চিনের সংস্থা ডালিয়ানকে ১৪টি রেক সরবরাহের বরাত দেওয়া রয়েছে। সেগুলির মধ্যে পাঁচটি বাতানুকূল রেক ইতিমধ্যেই যাত্রী পরিষেবায় নেমেছে। নতুন রেক এলে কলকাতা মেট্রোয় বিভিন্ন রুটে পরিষেবা অনেক উন্নত হবে বলে জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।