সিবিআইয়ের নজরে আবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। শনিবার বিকেলের দিকে তাঁর সিঁথির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।
আরজি করের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্তের। শুধু তা-ই নয়, আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার তদন্তেও সিবিআইয়ের আতশকাচের নীচে রয়েছেন তিনি। এই সংক্রান্ত মামলায় অতীতে সুদীপ্তের সিঁথির বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁর বাড়ি সংলগ্ন নাসিংহোমেও তল্লাশি চালিয়েছিল তারা।
চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তেও সুদীপ্তের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলার তদন্তে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিঁথির ওই বাড়িতে গিয়েছিল। তিনটি ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর। তবে কোন মামলায় আবার শনিবার সুদীপ্তের বাড়িতে গেল সিবিআই, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, শনিবার তল্লাশি অভিযানের দলে আরজি করের দুর্নীতি কাণ্ডের তদন্তকারী অফিসারও রয়েছেন।
আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার আবহেই প্রকাশ্যে আসে আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ ওঠে, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে আর্থিক দুর্নীতি চলেছে। বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আরজি করে। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলি, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। গত ১৪ জুলাই এই মামলার চার্জগঠন হয়। তার পর শুরু বিচারপ্রক্রিয়া।