• মধ্যরাতে বাইকবাহিনীর দৌরাত্ম্য! মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • সুমন করাতি, হুগলি: মধ্যরাতে বাইকবাহিনী দৌরাত্ম্য! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত  তিন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর রাজ্য সড়কের উপর। জানা গিয়েছে, ডানকুনি রেল ব্রিজের ওপর দ্রুত গতিতে আসা দুটি মোটর বাইকের একেবারে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ডানকুনি থানার পুলিশ এবং স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

    স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহত ব্যক্তিরা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। দুই জনের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং একজনের চোখে আঘাত লাগে। pপ্রাথমিকভাবে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে প্রথমে ঝাঁপিয়ে পড়ে। ডাকা হয় অ্যাম্বুলেন্স। বর্তমানে শ্রীরামপুর ওয়ালস হসপিটালে চিকিৎসাধীন আহত ওই তিন ব্যক্তি। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার আধিকারিকরা। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাস্থলে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাতে করে রেল ব্রিজের উপর দিয়ে যান চলাচলে কোনরকম সমস্যা তৈরি না হয়।

    অন্যদিকে কীভাবে এই ঘটনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের নজরদারি। যদিও পুলিশে দাবি, বিভিন্ন সময়ে গতি নিয়ন্ত্রণে প্রচার চালানো হয়। কিন্তু এরপরেও নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে মানুষকে আরও বেশি সচেতন এবং সজাগ হওয়ার কথাই বলছেন পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)