সাংবাদিক ও গোয়েন্দা দফতরের কর্মী পরিচয় দিয়ে একটি বাংলাদেশি পরিবারকে হেনস্থা করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের এক জন কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা, নাম কৌশিক দে। বাকি দু’জন উত্তর ২৪ পরগনার— মধ্যমগ্রামের বাসিন্দা অবিনাশ সরকার ও পেট্রাপোলের চঞ্চল পাল। বাংলাদেশি পরিবারটি অভিযোগ দায়ের না করলেও পুলিশ অভিযুক্তদের গেদে স্টেশন থেকে গ্রেফতার করে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। মোটা অঙ্কের টাকা হাতাতে ওই পরিবারকে হেনস্থা করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার নদিয়ার গেদে চেকপোস্ট দিয়ে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে আসেন ঢাকার এক দম্পতি ও তাঁদের দুই সন্তান। শিয়ালদহের ট্রেন ধরতে তাঁরা গেদে স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় জনা পাঁচেক লোক তাঁদের ঘিরে ধরে। সাংবাদিক ও গোয়েন্দা দফতরের কর্মী বলে পরিচয় দিয়ে তারা দাবি করে, পরিবারটির কাছে জাল ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড রয়েছে। তাদের কথা শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে যান। বেগতিক বুঝে দু’জন সরে পড়ে। বাকি তিন জনকে ধরে অভিবাসন দফতরে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।