হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ শুক্রবার সন্ধ্যা থেকেই করা যাবে যাতায়াত, বাকি দুই পথে কবে থেকে? জানিয়ে দিল মেট্রো
আনন্দবাজার | ২২ আগস্ট ২০২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন শুক্রবার। ওই দিন সন্ধ্যা থেকেই হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটের মেট্রোতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে যাতায়াত করার জন্য অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। বৃহস্পতিবার রাতে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালেন মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গ্রিন লাইনের হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হবে। পরের দিন অর্থাৎ শনিবার থেকে পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ৬টা থেকে রাত্রি ১০টা ১৯ পর্যন্ত। অন্য দিকে, অরেঞ্জ লাইনের কবি সুভাষ- বেলেঘাটা রুটের পরিষেবা শুরু হবে চলতি মাসের ২৫ তারিখ, অর্থাৎ সোমবার থেকে। ওই রুটে মেট্রো চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা ২৮ মিনিট পর্যন্ত। সোমবার থেকে ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটের পরিষেবাও চালু হবে। সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ১০ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
মেট্রো সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানের মধ্যে সারা দিনে ১৮৬টি পরিষেবা পাওয়া যাবে। পরিষেবা চালু থাকবে রবিবারেও। নোয়াপাড়া-বিমানবন্দর পথে সারা দিনে ১২০টি পরিষেবা মিলবে। নিউ গড়িয়া (কবি সুভাষ)-বেলেঘাটা পথে পাওয়া যাবে ৬০টি পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই রুটের মেট্রো বাইপাস সংলগ্ন বিভিন্ন হাসপাতালে যাত্রীদের পৌঁছোতে সাহায্য করবে। যদিও উত্তর-দক্ষিণ মেট্রো রুটে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় রুবি থেকে নিউ গড়িয়া পথে দৈনিক যাত্রীর সংখ্যা হাজার দেড়েকে এসে ঠেকেছেবলে মেট্রোর দাবি।