• আইনজীবীকে মারধর করে প্রাণনাশের চেষ্টা, ধৃত এক, মধ্যমগ্রামে বাইক রাখা নিয়ে বচসা
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আইনজীবীকে মারধর ও তাঁর প্রাণনাশের চেষ্টার অভিযোগে পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানা স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাহুল দাম। বুধবার রাতে রাহুলকে মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ জুলাই রাতে মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটি ফুলের দোকানে ফুল কিনতে গিয়েছিলেন বারাসত আদালতের আইনজীবী প্রীতম বসু। বাইকটি ফুলের দোকানের সামনেই রেখেছিলেন তিনি। সেই সময় ওই রাস্তা দিয়েই আসছিল চারচাকার একটি গাড়ি। বাইক রাখা নিয়ে ওই গাড়ির চালক রাহুল দামের সঙ্গে বচসা হয় প্রীতমের। অভিযোগ, আইনজীবীকে গালিগালাজ করেন চালক। তার প্রতিবাদ করায় তাঁকে প্রকাশ্যেই মারধর করা হয়। এমনকী, তাঁর গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে ধরেন বলেও অভিযোগ। স্থানীয় লোকজনই ছুটে এসে রাহুলকে থামান। এরপর আইনজীবী গোটা বিষয়টি জানিয়ে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত রাহুল দাম। বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিস। প্রীতমবাবু বলেন, বাইক রাখা নিয়ে বচসা হয়েছিল। সেই সময় ওই যুবক রাহুল মারধরের পাশাপাশি গলায় চার্জারের তার পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল।
  • Link to this news (বর্তমান)