• মহেশতলায় শুরু হল ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর সরকারি কর্মসূচি
    বর্তমান | ২২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ফাইলেরিয়া রোগের ওষুধ খাওয়ানোর কর্মসূচির সূচনা হল বৃহস্পতিবার। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার আধিকারিক ও পুরসভার কর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানো শুরু করবেন স্বাস্থ্যকর্মীরা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য (স্বাস্থ্য) তাপস হালদার বলেন, ২০১৯ সালে ফাইলেরিয়ার জীবাণু পাওয়া গিয়েছিল এই ওয়ার্ডে। তারপর থেকে প্রতি বছর এই রোগের ওষুধ খাওয়ানো হচ্ছে। যদিও নতুন করে কোনও রোগী এই ওয়ার্ডে নেই। ২২ থেকে ৩১ আগষ্ট  পর্যন্ত চলবে ওষুধ খাওয়ানো।
  • Link to this news (বর্তমান)