গত বছরের তুলনায় মহানগরে ম্যালেরিয়ার রোগীর সংখ্যা কম
বর্তমান | ২২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের তুলনায় এবার এখনও পর্যন্ত শহরে ডেঙ্গু সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। গত বছর আগস্টের প্রথম সপ্তাহ শেষে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যা ছিল, এবার তার চেয়ে ২০২ জন কম আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই স্বস্তি দিচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্তাদের। তবে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তাঁরা। তাই ডেঙ্গুর মতো ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিছু অঞ্চলকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ। শহরের ১১টি ওয়ার্ড রয়েছে, যেখানে ম্যালেরিয়ার প্রকোপ বেশি। তবে সব মিলিয়ে চলতি বছর মশাবাহিত রোগের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে বলে দাবি পুরসভার স্বাস্থ্যকর্তাদের। সূত্রের খবর, চলতি বছর ১০ আগস্ট পর্যন্ত শহরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১,১৫৬ জন। সেখানে গত বছর এই সময়কালে সংখ্যাটা ছিল ১,৩৫৮। ২০২৩ সালের হিসেব ধরলে, এই সময়কালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৮৮। অর্থাৎ ২০২৩ সালের মাপকাঠিতে চলতি বছর শহরে ম্যালেরিয়া সংক্রমণ প্রায় ৬০ শতাংশ কমেছে। তবে ডেঙ্গুর প্রকোপ যেমন দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে ‘স্পর্শকাতর’ ওয়ার্ডগুলি শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে।
শহরবাসী সচেতন না হলে এই ধারাবাহিক সাফল্য মিলত না বলেই মনে করছেন পুরসভার স্বাস্থ্যকর্তারা। তাঁদের বক্তব্য, বর্ষা সেপ্টেম্বর-অক্টোবর মাস পর্যন্ত চলবে। এই অবস্থায় লাগাতার নজরদারিতে ঢিলে দিলেই বিপদ। ভেক্টর কন্ট্রোলের যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। পুরসভার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘গত বছরের তুলনায় এবার ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। ২০২৩ সালে শহরে ম্যালেরিয়ার প্রকোপ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। তবে ভয় এখনও কাটেনি। আগামী দিনে শহরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হবে না, তা এখনই হলফ করে বলা যাচ্ছে না। তাই আমরা আমাদের কাজ একইভাবে চালিয়ে যাব।’