• খুনের চেষ্টার মামলা, TMC বিধায়ক পরেশ, ২ কাউন্সিলরকে আগাম জামিন, শর্ত দিল আদালত
    হিন্দুস্তান টাইমস | ২২ আগস্ট ২০২৫
  • বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট। খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের জামিন মঞ্জুর করেন। এক লক্ষ টাকা বন্ডে এই আগাম জামিন দেওয়া হয়েছে এবং সঙ্গে রয়েছে তিনটি শর্তও।


    অভিযোগ উঠেছিল, ২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। সেই ঘটনার তদন্তভার আদালতের নির্দেশে সিবিআই নেয়। সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে পরেশ পাল, পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারের নাম উঠে আসে। পরে নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার আলাদা করে খুনের চেষ্টার মামলা করেন। তাঁর অভিযোগ, গাছ কাটাকে কেন্দ্র করে ওই তিন নেতা ও তাঁদের অনুগামীরা শীতলাতলা লেনে হুমকি, উপদ্রব ও মারধরের ঘটনা ঘটিয়েছিল। এমনকি, গ্যারাজের সামনে গাড়ির উপর গাছের ডাল ফেলে দেওয়া হয় এবং বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত করা হয়। বিশ্বজিতের দাবি, তাঁকে সরাসরি খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

    এর ভিত্তিতেই নারকেলডাঙা থানায় মামলা দায়ের হয় বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও পরেশ পাল অভিযোগ খারিজ করে জানান, বিশ্বজিৎ সরকারকে তিনি চেনেন না এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলায় তাঁদের নাম জড়ানো হয়েছে।।হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, জামিন পেলেও তিন তৃণমূল নেতাকে তিনটি শর্ত মানতে হবে। প্রথমত, কাঁকুড়গাছির শীতলাতলা লেনে প্রবেশ করা যাবে না। দ্বিতীয়ত, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তৃতীয়ত, মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা চলবে না।২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় একাধিক অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। কাঁকুড়গাছির অভিজিৎ সরকার হত্যাকাণ্ড সেই সময় প্রবল রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই মামলায় অভিযুক্ত তিন তৃণমূল নেতার জন্য এই আগাম জামিন এখন সাময়িক স্বস্তি এনে দিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)