• জোট হলে কংগ্রেসের ভোট সিপিএমে আসে না, রাজ্য কমিটির বৈঠকে বেবির সামনেই প্রশ্ন
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৫
  • স্টাফ রিপোর্টার: রাজ্য সিপিএমের কংগ্রেস-প্রীতি নিয়ে প্রশ্ন উঠে গেল পার্টির রাজ্য কমিটির বৈঠকে। বুধবার সিপিএমের রাজ‌্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব এমনই বক্তব‌্য জানিয়েছে আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের। নেতৃত্বকে শুনতে হল, কংগ্রেসের সঙ্গে জোট হলে লাভ হয় না। বাম প্রার্থীকে কংগ্রেসি ভোটাররা ভোট দেয় না!

    কংগ্রেসের সঙ্গে আলিমুদ্দিনের সখ্য নিয়ে কার্যত প্রশ্ন তোলেন বর্ধমান পূর্ব, কোচবিহার, আলিপুরদুয়ারের নেতারা। তাঁদের কথায়, কংগ্রেসের সঙ্গে জোট করলে বাম ভোট কংগ্রেসে যায়, কিন্তু কংগ্রেসের ভোট বামেদের দিকে আসে না। আগেও সিপিএমের মধ্যেই এমন অভিযোগ ছিল। আর প্রথম দিনের বৈঠকে পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে এটা শুনতে হল সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

    উল্লেখ‌্য, ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসকে বাদ দিয়েই আসন বন্টন চাইছে বামফ্রন্টের শরিকরা। আর ৭৭ সালে তারা যে আসনে লড়েছিল সেইসব আসনই কার্যত দাবি করেছে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নয় এই দুই বাম পার্টি। বুধবার বামফ্রন্টের বৈঠকে এমন বিষয়ই উঠে এসেছে। এদিন ফ্রন্টের বৈঠকের রিপোর্টও পার্টির রাজ‌্য কমিটির বৈঠকে পেশ করেন সেলিম। তবে আলিমুদ্দিনের একাংশ কংগ্রেসের সঙ্গে যে এখনও জোটে আগ্রহী, তা এদিন বৈঠক থেকে স্পষ্ট হয়েছে। কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট হবে কি না তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কোনও আসনে জোট হলে সেখানে পার্টির সাংগঠনিক প্রস্তুতিতে খামতি দেওয়া যাবে না বলে আবার সেলিম জানিয়ে দিয়েছেন।

    এদিকে, জেলায় জেলায় স্থানীয় ইস্যুতে সিপিএমের আন্দোলন দাগ কাটতে পারছে না বলে এদিন জেলা নেতারা রিপোর্ট দিয়েছেন আলিমুদ্দিনকে। অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয়ভাবে বিজেপির আন্দোলন প্রভাব ফেলছে। বিজেপি এর সুবিধা পাচ্ছে। আর এর সূত্র ধরেই এসআইআর নিয়ে আরও তীব্র, জোরালো আন্দোলন চেয়েছেন সিপিএমের জেলা নেতারা। তাঁদের মত, আন্দোলন কলকাতা কেন্দ্রিক হচ্ছে, জেলার সর্বস্তরে ঝাঁঝালো আন্দোলন হোক। কর্মসূচি শুধুই কলকাতা কেন্দ্রিক নয়, তা সর্বস্তরে আগ্রাসী আন্দোলন চাই বলেই দাবি উঠেছে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে।
  • Link to this news (প্রতিদিন)