• ডেবরায় আদিবাসী যুবকের রহস্যমৃত্যুতে সমাধিস্থের সিদ্ধান্ত পরিবারের, পাশে দাঁড়াল আদিবাসী সমাজ
    এই সময় | ২১ আগস্ট ২০২৫
  • ‘আমার স্বামী কোনও অন্যায় কাজ করে থাকলে, আইন অনুযায়ী ওঁর শাস্তির ব্যবস্থা করতে পারত। এ ভাবে মারধর করে খুন করল কেন?’ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ডাক্তার সোরেনের মৃত্যুর পরে বুধবার ক্ষোভ উগরে বললেন তাঁর স্ত্রী সুপর্ণা সিং সোরেন। বুধবার বিকেলে তিনি থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছেন। সোমবার আবগারি দপ্তরের হাতে আটক আদিবাসী যুবকের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল ডেবরা। এমনকী ময়নাতদন্তের পরে মঙ্গলবার রাতে ডাক্তার সোরেনের দেহ বাড়িতে চলে এলেও বুধবার বিকেল পর্যন্ত পরিবার তাঁর দেহ সৎকার করেনি।

    ডাক্তার সোরেনের পরিবার জানিয়েছে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন তদন্তের স্বার্থেই ডাক্তারের দেহ সৎকার করা হবে না। বরং তার বদলে সমাধিস্থ করা হবে। ডাক্তারের পরিবারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে আদিবাসী সমাজ। তারাও ডাক্তারের মৃত্যুর সঠিক তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শুধু তাই নয়, আদিবাসী সমাজ চায়, ডাক্তারের দুই নাবালক সন্তানের কথা ভেবে প্রশাসন যেন তাঁর স্ত্রীকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়।

    ডেবরার জেলা পরিষদ সদস্যা ও কর্মাধ্যক্ষ শান্তি টুডু বলেছেন, ‘আমরা সোরেনের পরিবারের পাশে রয়েছি। ভবিষ্যতেও থাকব। ঘটনার সঠিক তদন্ত হোক এটাই চাইছি। সমাধিস্থ করার সিদ্ধান্ত সম্পূর্ণ পরিবারের। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’ জেলা পুলিশের এক শীর্ষকর্তার কথায়, ‘FIR দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছি। তাড়াতাড়ি যাতে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে পৌঁছয়, সেই বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে।’

    ডাক্তার সোরেনের দিদি দুলি হাঁসদা ক্ষোভ উগরে বলেছেন, ‘আমার ভাইকে মারধর করার জন্যই ওঁর মৃত্যু হয়েছে। কিন্তু ওঁরা বলছে দুর্ঘটনা ঘটেছে। কোনও দুর্ঘটনা ঘটেনি। আমাদের কাছে সব প্রমাণ রয়েছে।’ ডাক্তারের স্ত্রীও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, চোলাই মদ পাচারের অভিযোগে সোমবার ভোরে ডেবরার নন্দবাড়ি এলাকা থেকে ডাক্তার সোরেনকে আটক করে আবগারি দপ্তরের টিম। আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়।

    পরিবারের দাবি, ওই দপ্তরের কর্মীদের মারধরের কারণেই ডাক্তার সোরেনের মৃত্যু হয়েছে। যদিও আবগারি দপ্তরের একটি সূত্রে দাবি করেছিল, চলন্ত বাইক থেকে ঝাঁপ দেওয়ার কারণে ডাক্তার সোরেন গুরুতর জখম হন। তার পরেই তাঁর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে মঙ্গলবার ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সংগঠনের লোকজন বিক্ষোভ দেখায়।

  • Link to this news (এই সময়)