• পশুশেল্টার থেকে উদ্ধার কুকুর, বিড়ালের দেহ উদ্ধার, মাংস পাচারের অভিযোগ
    হিন্দুস্তান টাইমস | ২০ আগস্ট ২০২৫
  • একটি পশুশেল্টার থেকে উদ্ধার হল একাধিক কুকুরের প্যাকেট বন্দি মৃতদেহ। তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পর্ণশ্রীতে। সোমবার রাতে রহস্যজনকভাবে কুকুরগুলি মারা যায়। তার ওপর স্থানীয় ওই পশুশেল্টার দেহগুলি উদ্ধার হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। কুকুরগুলোকে খুন করা হয়েছে নাকি অস্বাভাবিক মৃত্যু তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা নাগাদ দুর্গন্ধ টের পান আশেপাশের বাসিন্দারা। সন্দেহ হওয়ায় কয়েকজন ভিতরে ঢুকে পড়েন। সেখানে দেখা যায়, কুকুর ও বিড়ালের একাধিক মৃতদেহ পড়ে রয়েছে। অনেক দেহ প্যাকেটবন্দি অবস্থায় মজুত ছিল বলে অভিযোগ। এরপরেই শেল্টার ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা সোমনাথ মিস্ত্রি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, এই শেল্টার থেকে পশুর মাংস বাইরে পাচার করা হত। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। তবে এই দাবির সত্যতা এখনও যাচাই করা হয়নি।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে পুলিশ। কলকাতা পুলিশের ডিসি রাহুল দে জানান, কুকুরগুলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অন্যদিকে, শেল্টার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারাই জোর করে ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে তারাও থানায় অভিযোগ দায়ের করেছে। ফলে একই ঘটনার ভিত্তিতে চলছে দু’টি মামলা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা মিত্র বলেন, পশুর দেহাংশ পাচারের অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে। বর্তমানে পর্ণশ্রী থানার পুলিশ দু’দিকের অভিযোগ নিয়েই তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ পরিষ্কার নয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)