গোবিন্দ রায়: দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহণয্যোগতা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে জোর সওয়াল রাজ্যের। মামলা খারিজের আবেদন রাজ্যের অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্তের। তাঁর সওয়াল, প্রতিবারই জনস্বার্থ মামলা হয়। পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না। মামলা খারিজ করা হোক।
আজ, বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানে রাজ্য দাবি করে, প্রতি বছর দুর্গাপুজো আসে। পুজো কমিটিগুলোর কথা ভেবে মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী অনুদানের কথা ঘোষণা করেন। তারপর প্রতিবছরই জনস্বার্থ মামলা হয়। এজি কিশোর দত্ত যুক্তি দেন, পুজো মিটে গেলে মামলাকারীদের এই কথা ও জনগণের কথা মনে থাকে না।
যদিও মামলাকারীর আইনজীবীরা পালটা দিয়ে দাবি করেছে, সরকারি কোষাগারের টাকা এই ভাবে দেওয়া যায় না। প্রতিবছর অনুদান বাড়ানো হচ্ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব রাখা হয়না বলেও দাবি করেছেন বিপক্ষের আইনজীবীরা। বুধবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী সোমবার মামলার ফের শুনানি।