• ধর্মতলায় ধুন্ধুমার! এসআইআর-ওয়াকফ প্রতিবাদের নামে অরাজকতা তৈরি নওশাদ সমর্থকদের
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এসআইআর-ওয়াকফ প্রতিবাদের নামে ধর্মতলায় ‘গুন্ডামি’ আইএসএফ কর্মী সমর্থকদের। কলকাতা পুলিশের কোনও রকম অনুমতি ছাড়াই ধর্মতলায় ধর্নামঞ্চ তৈরির চেষ্টা। আর তা তুলতে গেলেই পুলিশকে লক্ষ্য করে আইএসএফ কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ, যা নিয়ে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা মেট্রো চ্যানেল। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে আইএসএফ কর্মীদের। মাঝ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও পরে তাঁকে আটক করা হয়।

    ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফের বিক্ষোভে কার্যত স্তব্ধ যান চলাচল। চরম সমস্যার মুখে সাধারণ মানুষ। যে কোনও সময় বাংলায় চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর। আর এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ বুধবার বিক্ষোভের ডাক দেন নওশাদ সিদ্দিকী । এজন্য কলকাতা পুলিশের কাছে কোনও আগাম অনুমতি চাওয়া হয়নি বলে অভিযোগ। হঠাৎ করেই ধর্মতলা মেট্রো চ্যানেলে আইএসএফ কর্মীরা জড়ো হতে শুরু করেন এবং ধর্না মঞ্চ তৈরির চেষ্টা করা হয়। তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে বেঁধে যায় আইএসএফ কর্মীদের।

    একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা এলাকায়। এর মধ্যেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নওশাদ সিদ্দিকি। জানা গিয়েছে, পুলিশ তাঁকেও আটক করেছে। নওসাদের অভিযোগ, পুলিশ সজোরে তাঁর পেটে নাকি ঘুষি মেরেছে। যদিও পুলিশের তরফে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)