নানা অনুষ্ঠানে শুক্রবার বিভিন্ন জায়গায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস। হুগলির সুগন্ধার গোটুতে একটি ইটভাটায় পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা শেখায় ‘অন্তরবীক্ষণ’ নামে একটি সংস্থা। সেই ‘বনানী পাঠশালা’র শিশুদের নিয়ে শুক্রবার তারা স্বাধীনতা দিবস পালন করল।
খোলা আকাশের নীচে গাছের ছায়ায় নাটক করল প্রথম প্রজন্মের এই পড়ুয়ারা। নাম— ‘আমরা কি সত্যি স্বাধীন’! পায়েল, পুনম, অমর, সোনম, মনিকা, কৃষ্ণ, কাজল প্রমুখ ২০ জন অভিনয় করে। ইটভাটার কর্মকর্তা এবং আশপাশের মানুষজন নাটক দেখেন। চন্দননগর ‘সবুজের অভিযান’ এবং অন্তরবীক্ষণের তরফে পড়ুয়াদের দৈনন্দিন ব্যবহারের কিছু সামগ্রী এবং খাবার দেওয়া হয়। ইটভাটার তরফে দেওয়া হয় চকলেট।
হীরকজয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে খামারগাছি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা তোলা হল শাঁখ ও ঢাক বাজিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রা হল। রাস্তার বিভিন্ন মোড়ে নাচ, জিমনাস্টিক প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। টিচার ইন-চার্জ মধুমিতা চট্টোপাধ্যায় জানান, প্রথমে এই প্রতিষ্ঠান মেয়েদের স্কুল ছিল। ২০১৭ সাল থেকে ছেলেরাও পড়ছে। তিনি বলেন, ‘‘স্বাধীনতা দিবসে স্কুল প্রতিজ্ঞা নিয়েছে, কেউ স্কুলছুট থাকলে বিদ্যালয়ে ফেরানোর চেষ্টা করা হবে।’’
চুঁচুড়ার জোড়াঘাটে ‘বন্দে মাতরম’ ভবনে জাতীয় পতাকা তোলার পাশাপাশি মা ভারতী আরাধনা হয়। সন্ধ্যায় গীতা পাঠ হয়।